Current Affairs

 Current affairs 2021 PDF এর মাধ্যমে চাকরি বাজারের সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি গুলিকে প্রকাশ করে থাকে। এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি। এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এসএসসি, পিএসসি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ  প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি।

আজকের পর্বে আমরা আলোচনা করলাম সাম্প্রতিক ঘটনাবলী, অক্টোবর ২০২১, দ্বিতীয় সপ্তাহ নিয়ে। ০৮-১০-২০২১ তারিখ থেকে ১৫-১০-২০২১ তারিখ পর্যন্ত অক্টোবর মাসে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনা গুলি প্রশ্ন  ও উত্তর আকারে তুলে ধরা হল। আসন্ন বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বিভাগটি পরীক্ষার্থীদের জন্য খুবই সহায়ক হবে। তাই আপনার জি কে এর ভান্ডার কে আরও মজবুত করতে অন্যান্য বিষয়ের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটিও নিয়মিত অনুসরণ করুন।

 

Weekly current affairs PDF Bengali

মাস – অক্টোবর, সপ্তাহ – দ্বিতীয় , (০৮-১০-২০২১ থেকে ১৫-১০-২০২১)

√  ১) ২০২১ সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে জিতেছেন? উঃ- Abdulrazak Gurnah

  ২) কোন রাজ্য পালঘরের ওয়াদা কোলাম চালের জন্য জিআই ট্যাগ পেয়েছে?

উঃ- মহারাষ্ট্র
  ৩) সম্প্রতি ভারত ও জাপান এর মধ্যে সংঘটিত দ্বিপাক্ষিক সামরিক অনুশীলন এর নাম কি? উঃ- JIMEX ২০২১
  ৪) কোথায় ওয়ার্ল্ড এক্সপো ২০২০ শুরু হল?   উঃ- দুবাই
  ৫) সম্প্রতি কোন রাজ্য প্যাকেটজাত পানীয় জল নিষিদ্ধ করল?  উঃ- সিকিম
  ৬) দেশের বন্দর সম্বন্ধে সমস্ত বিস্তারিত তথ্য প্রদানের জন্য ভারত সরকার কর্তৃক চালু করা অ্যাপটির নাম বলুন? উঃ- মাই পোর্ট অ্যাপ
  ৭) কোন রাজ্য মিশন কবচ কুণ্ডল নামে একটি বিশেষ কোভিড -১৯ টিকা অভিযান চালু করেছে? উঃ- মহারাষ্ট্র
  ৮) সম্প্রতি দাবাতে ভারতের হয়ে রৌপ্য পদক জিতলেন কে? উঃ- অংশু মালিক
  ৯) কোন দেশ হেনলি পাসপোর্ট সূচক ২০২১ এ শীর্ষস্থান দখল করেছে? উঃ- জাপান ও সিঙ্গাপুর
  ১০) হেনলি পাসপোর্ট সূচক ২০২১ এ ভারতের স্থান কত?  উঃ- ৯০

 

 

  ১১) সম্প্রতি কয়েন সুইচ কুবের এর ব্রান্ড অ্যাম্ব্যাসাডর কে হলেন?  উঃ- রণবীর সিং
  ১২)  ভারত ইংল্যান্ড এর সাথে যে যৌথ সামরিক অভিযান শুরু করেছে তার নাম কি?  উঃ- Ajeya Warrior
  ১৩) সম্প্রতি ভারতের সবচেয়ে পরিস্কার নদীর তকমা পেয়েছে কোন নদী?  উঃ- মেঘালয় এর উমঙ্গত
  ১৪) কোথায় সম্প্রতি ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার অনুষ্ঠিত হতে চলেছে?  উঃ- দিল্লী
  ১৫) আরবিআই অনুযায়ী ২০২২-২০২৩ আর্থিক বছরে ভারতীয় অর্থনীতির জিডিপির অনুমিত হার কত হতে পারে? উঃ- ৭.৮%
  ১৬) কোন রাজ্যে সম্প্রতি ভারতের নতুন টাইগার রিসার্ভ এ উদ্বোধন করা হয়েছে? উঃ- ছত্তিশগড়
  ১৭) ভারতের কোন রাজ্য সরকার প্রথম স্মার্টফোন ভিত্তিক ই- ভোটিং অ্যাপ তৈরি করল?  উঃ- তেলেঙ্গানা
  ১৮) সম্প্রতি FIH মেন’স হকি প্লেয়ার অব দি ইয়ার কে হলেন?  উঃ- হরমনপ্রীত সিং
  ১৯) ভারতীয় রেলওয়ে সম্প্রতি দক্ষিণ মধ্য রেলওয়ের (SCR) জন্য দুটি দূরপাল্লার ট্রেন চালু করেছে, দুটি ট্রেনের নাম কী? উঃ- ত্রিশূল ও গরুড়
  ২০) সম্প্রতি FIH ওমেন’স হকি প্লেয়ার অব দি ইয়ার কে হলেন?  উঃ- গুরজিৎ কৌর

 

 

  ২১) সম্প্রতি কোন রাজ্য সরকার রাজ্যের সমস্ত জেলাতে অ্যান্টি নার্কোটিক সেল গড়ে তোলার কথা ঘোষণা করা হয়েছে?  উঃ- কর্ণাটক
  ২২) ২০২১ সালে সত্যজিত রায় পুরস্কার কে পেলেন?  উঃ- Bejawada Gopal
  ২৩) সম্প্রতি দিল্লী বিশ্ববিদ্যালয় এর ভাইস প্রেসিডেন্ট কে হলেন?  উঃ- যোগেশ সিং
  ২৪) কোন রাজ্য সম্প্রতি কন্যাকুমারী লবঙ্গের জন্য জিআই ট্যাগ পেয়েছে? উঃ- তামিলনাড়
  ২৫) ভারতীয় অ্যাস্ট্রোনটিক্যাল সোসাইটি কর্তৃক ২০২১ সালে আর্যভট্ট পুরস্কারে সম্মানিত হয়েছেন কে?  উঃ- G. Satheesh Reddy
  ২৬) ফিনটেক স্টার্টআপ ভারতপে -র নতুন চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? উঃ- রজনীশ কুমার
  ২৭) বছরের কোন দিনটিকে আন্তর্জাতিক দুর্যোগ মোকাবিলা দিবস হিসেবে চিহ্নিত করা হয়? উঃ- ১৩ অক্টোবর
  ২৮) কোন রাজ্য সরকার তার রাজ্যে নবম থেকে দ্বাদশ শ্রেণীতে অধ্যয়নরত স্কুলের শিশুদের জন্য ‘দেশ কে মেন্টর’ প্রোগ্রাম চালু করেছে? উঃ- দিল্লী
  ২৯) ভারতীয় বিমানবন্দর কর্তৃপক্ষ (AAI) জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দরটি আদানি গ্রুপকে কত বছরের জন্য লিজ দিয়েছে? উঃ- ৫০ বছর
  ৩০) সম্প্রতি ঘূর্ণীঝড় গুলাব এর নামকরন করে কোন দেশ?  উঃ- পাকিস্তান

 

 

  ৩১) বিশ্বব্যাপী কোন দিনে আন্তর্জাতিক মান দিবস (International Standard Day) পালন করা হয়? উঃ- ১৩ অক্টবর
  ৩২) বিশ্বের প্রথম স্বয়ংক্রিয়, চালকবিহীন ট্রেন কোন দেশে উন্মোচন করা হয়েছে? উঃ- জার্মানি
  ৩৩) এনার্জি এফিসিয়েন্সি সার্ভিসেস লিমিটেডের নতুন সিইও হিসেবে কে নিযুক্ত হয়েছেন? উঃ- অরুণ কুমার মিশ্র
  ৩৪) ভারতের প্রধানমন্ত্রীর নতুন উপদেষ্টা হিসেবে কে নিযুক্ত হয়েছেন? উঃ- অমিত খারে
  ৩৫) কে ২০২১ সালে শ্রেষ্ঠত্বের জন্য লাল বাহাদুর শাস্ত্রী জাতীয় পুরস্কারে ভূষিত হয়েছেন? উঃ- ডাঃ রণদীপ গুলেরিয়া
  ৩৬) গণপরিবহনে রোপওয়ে পরিষেবা ব্যবহারকারী ভারতের প্রথম শহর কোনটি? উঃ- বারাণসী
  ৩৭) কোন কোম্পানি এয়ার ইন্ডিয়া অধিগ্রহণের জন্য দর পেয়েছে? উঃ- টাটা
  ৩৮) গ্লোবাল বিজনেস সাসটেইনেবিলিটি লিডারশিপের জন্য ২০২১ সালে সি কে প্রহ্লাদ পুরস্কার পেলেন কে? উঃ- সত্য নাদেলা
  ৩৯) গ্লোবাল হ্যান্ড ওয়াশিং ডে (জিএইচডি) কোন দিনে পালন করা হয়?  উঃ- অক্টোবর
  ৪০) প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসাবে নিযুক্ত হয়েছেন কে? উঃ- রিতেশ চৌহান

 

  ৪১) ভারতের গ্রামীণ এলাকায় প্রথম 5G নেটওয়ার্ক ট্রায়াল কোন কোম্পানি দ্বারা পরিচালিত হয়েছে? উঃ- এয়ারটেল

 

 

Weekly current affairs 2021 PDF October 2nd week Download pdf

 

CA-March-2021-3rd-week..

 

 

আরও পড়ুন 

 

 

 

 

 

বিঃদ্রঃ – চাকরিবাজার কোনও সরকারী প্রতিষ্ঠান নয় বা কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত নয় । চাকরিবাজারে লেখা তথ্য গুলি বিভিন্ন সর্বভারতীয় পত্রিকা এবং বিভিন্ন চাকরী সংক্রান্ত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয় । বিস্তারিত তথ্য চাকরি প্রদানকারী সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে । আমাদের কাজ হ’ল পরীক্ষার্থীদের তাৎক্ষণিক তথ্য দেওয়া যা কোনও আইনী দলিল গঠন করে না । যদিও চাকরিবাজারে তথ্য সহজেই উপলব্ধ করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়েছে । আমরা যতটা সম্ভব খাঁটি লেখার চেষ্টা করি । কাজগুলি কোনও ব্যক্তির বা কোনও কিছুর ক্ষতির জন্য দায়ী নয়। এখানে ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ত্রুটি বা অপ্রতুলতা হতে পারে। আবেদনকারী দের আবেদনের আগে চাকরীপ্রদানকারী সংস্থার ওয়েবসাইট ক্ষতিয়ে দেখে নিতে বলা হচ্ছে।

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।