September - 2021

 Current affairs 2021 PDF এর মাধ্যমে চাকরি বাজারের সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি গুলিকে প্রকাশ করে থাকে। এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি। এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এসএসসি, পিএসসি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ  প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি।

আজকের পর্বে আমরা আলোচনা করলাম সাম্প্রতিক ঘটনাবলী, সেপ্টেম্বর ২০২১, চতুর্থ সপ্তাহ নিয়ে। ২৩-০৯-২০২১ তারিখ থেকে ৩১-০৯-২০২১ তারিখ পর্যন্ত সেপ্টেম্বর মাসে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনা গুলি প্রশ্ন  ও উত্তর আকারে তুলে ধরা হল। আসন্ন বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বিভাগটি পরীক্ষার্থীদের জন্য খুবই সহায়ক হবে। তাই আপনার জি কে এর ভান্ডার কে আরও মজবুত করতে অন্যান্য বিষয়ের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটিও নিয়মিত অনুসরণ করুন।

 

Weekly current affairs PDF Bengali

মাস – সেপ্টেম্বর, সপ্তাহ – চতুর্থ , (২৩-০৯-২০২১ থেকে ৩১-০৯-২০২১)

√  ১) ভারতে ফেসবুক এর হেড অব পাবলিক পলিসি পদে কে নিযুক্ত হলেন?  উঃ- রাজিব আগরওয়াল

  ২) ২০২১ সালে হিমালয়ান ফিল্ম ফেস্টিভাল কোথায় অয়োজন করা হয়েছে? 

উঃ- লাদাখ
  ৩) রামকৃষ্ণ বাজাজ মেমোরিয়াল গ্লোবাল পুরস্কার পেলেন কে?  উঃ- গৌতম আদানি
  ৪) সম্প্রতি ইউনাইটেড নেশানস সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস অ্যাডভোকেড হিসেব কাকে নিযুক্ত করল?   উঃ- Kailash Satyarthi
  ৫) কোন মহিলা ক্রিকেটার আই সি সি ও ডি আই ব্যাটিং র‍্যাংকিং এ শীর্ষে আছেন?  উঃ- মিতালী রাজ
  ৬) ডেনমার্কের ফাউন্ডেশন ফর এনভায়রনমেন্ট এডুকেশন কর্তৃক কয়টি ভারতীয় সৈকতকে ব্লু ফ্লাগ সার্টিফিকেট প্রদান করেছে?  উঃ- ১০
  ৭) সম্প্রতি ZEE এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজস লিমিটেড কোন মিডিয়া কোম্পানির সাথে একীভূত হয়ে ভারতের বৃহত্তম বিনোদন নেটওয়ার্ক হতে চলেছে? উঃ- সনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া
  ৮) সম্প্রতি চেতন ভগতের লেখা বই এর নাম কি?  উঃ- 400 Days
  ৯) সম্প্রতি মিনিস্ট্রি অব সিভিল অ্যাভিয়েশান এর নতুন সেক্রেটারি পদে কে নিযুক্ত হলেন?  উঃ- রাজিব বানসাল
  ১০) কোন দেশ বিটকয়েন এর আবিষ্কর্তা Satoshi Nakamoto এর মুর্তি প্রতিষ্ঠা করল?  উঃ- হাঙ্গেরি

 

 

  ১১) কোন দেশে সম্প্রতি আই পি এল টেলিকাস্ট বন্ধ করা হল?  উঃ- আফগানিস্তান
  ১২) বিশ্ব ফার্মাসিস্ট দিবস প্রতিবছর কোন দিনে পালিত হয়? উঃ- ২৫ সেপ্টেম্বর
  ১৩) বিশ্বের সর্বোচ্চ বৈদ্যুতিক গাড়ির চার্জিং স্টেশন কোন রাজ্যে উদ্বোধন করা হয়েছে? উঃ- হিমাচল প্রদেশ
  ১৪) বিশ্ব স্বাস্থ্য সংস্থা কাকে গ্লোবাল হেলথ ফাইন্যান্সিং এর ব্রান্ড অ্যাম্ব্যাসাডর করল?  উঃ- Gordon Brown
  ১৫) ইন্ডিয়ান কোস্ট গার্ড এর অ্যাডিশনাল ডিরেক্টরজেনারেল পদে কে নিযুক্ত হলেন? উঃ- বিরেন্দ্র সিং পাঠানিয়া
  ১৬) সম্প্রতি বুলগারিয়া এর Caretaker প্রধানমন্ত্রী কে হলেন?  উঃ- Stefan Yanev
  ১৭) সম্প্রতি প্রকাশিত দা ফ্র্যাকচারড হিমালয়া বইটির লেখক কে?  উঃ- নিরুপমা রাও
  ১৮) প্রতি বছর আন্তর্জাতিক কন্যা দিবস কবে পালিত হয়?  উঃ- ২৬ সেপ্টেম্বর
  ১৯) ২০২১ সালে ডিজিটাল কোয়ালিটি অব লাইফ ইনডেক্স এর তালিকায় প্রথম স্থানে রয়েছে কোন দেশ?  উঃ- ডেনমার্ক
  ২০) সিকিউরিটাইজেশন নোট ইস্যু করার জন্য RBI কর্তৃক নির্ধারিত সর্বনিম্ন টিকিটের মান কত? উঃ- ১ কোটি

 

 

  ২১) প্রতিরক্ষা মন্ত্রক ভারতীয় বিমান বাহিনীর জন্য কয়টি সি -২৯৫ বিমান কেনার জন্য এয়ারবাসের সাথে একটি চুক্তি করেছে? উঃ- ৫৬ টি
  ২২) 2021 রাশিয়ান গ্র্যান্ড প্রিক্সের বিজয়ী কে হয়েছেন? উঃ- লুইস হ্যামিলটন
  ২৩) জ্যোতি সুরেখা ভেন্নাম সম্প্রতি আন্তর্জাতিক স্তরে ভারতের হয়ে কোন খেলায় রৌপ্য পদক জিতেছেন? উঃ- তীরন্দাজি
  ২৪) ২০২০-২১ অর্থবর্ষে ঘোষিত জালিয়াতি ঋণের পরিমাণ কত ছিল? উঃ- ১.৩ ট্রিলিয়ন রুপি
  ২৫) মাস্টারকার্ড এর নতুন গ্লোবাল ব্রান্ড অ্যামব্যাসাডর কে হলেন?  উঃ- Magnus Carlsen
  ২৬) আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা- র বহিঃ নিরীক্ষক (এক্সটার্নাল অডিটর) পদে কে নিযুক্ত হলেন?  উঃ- জি. সি. মুর্মু
  ২৭) NCC এর ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হলেন?  উঃ- লেফটেন্যান্ট জেনারেল গুরুবিরপাল সিং
  ২৮) নাগাল্যান্ড এর কোন ফসল সম্প্রতি জিওগ্রাফিকাল ইনডেক্স এর তকমা পেয়েছে?  উঃ- নাগা শসা
  ২৯) ইংল্যান্ড এর কোন খেলোয়ার সম্প্রতি টেস্ট ক্রিকেট থেকে অবসর ঘোষণা করল?  উঃ- মইন আলি
  ৩০) সম্প্রতি ২৭ সেপ্টেম্বর আকাশ মিসাইল এর কোন ভার্সান এর সফল উৎক্ষেপণ করা হল?  উঃ- আকাশ প্রাইম

 

 

  ৩১) ২০২১ সালে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে ভারতীয় দল কতগুলি পদক জিতেছে? উঃ- তিনটি রৌপ্য পদক
  ৩২) আয়ুষ্মান ভারত ডিজিটাল মিশন কতগুলি রাজ্য/কেন্দ্রশাসিত অঞ্চলে বাস্তবায়িত হচ্ছে? উঃ- ৬ টি কেন্দ্রশাসিত অঞ্চলে
  ৩৩) গুজরাট এর প্রথম মহিলা স্পিকার কে হলেন?  উঃ- Nimaben Acharya
  ৩৪) কোন ক্রিকেটার প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে টি-২০ ক্রিকেট এ  ১০,০০০ রান এর রেকর্ড করলেন?  উঃ- বিরাট কোহলি
  ৩৫) সম্প্রতি অন্ধ্রপ্রদেশ এবং ওডিশা উপকূলে যে ঘূর্ণীঝড় আছড়ে পড়েছে তার নাম কি?  উঃ- গুলাব
  ৩৬) সম্প্রতি কোন দেশ ক্রিপ্টোকারেন্সি অবৈধ বলে ঘোষণা করল?  উঃ- চিন
  ৩৭) কতজন ২০২১ সালে শান্তি স্বরূপ ভাটনাগর পুরস্কার জিতেছেন? উঃ- ১১ জন
  ৩৮) কোন রাজ্য জুডিমা নামক বাড়িতে তৈরি ওয়াইন এর জন্য জিওগ্রাফিকাল ইনডেক্স ট্যাগ পেয়েছে?  উঃ- আসাম
  ৩৯) সম্প্রতি কোন রাজ্য সোজাত মেহেন্দি  এর জন্য  জিওগ্রাফিকাল ইনডেক্স ট্যাগ পেয়েছে? উঃ- রাজস্থান
  ৪০) পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশান এর নতুন চেয়ারম্যান হলেন কে?  উঃ- পিয়ালি সেনগুপ্ত

 

  ৪১) প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া এর নতুন চেয়ারম্যান হলেন কে?  উঃ- অভিক সরকার
  ৪১) বিশ্ব সমুদ্র দিবস কবে পালন করা হয়?  উঃ- ৩০ সেপ্টেম্বর
  ৪১) সম্প্রতি জাপানের নতুন প্রধানমন্ত্রি কে হলেন?  উঃ- Fumio Kishida
  ৪১) সম্প্রতি উত্তর কোরিয়া তাদের হাইপারসনিক মিসাইল এর সফল উতক্ষেপন করেছে, এই মিসাইল এর নাম কি?  উঃ- Hwasong-8
  ৪১) নতুন চালু হওয়া “এল্ডার লাইন” এর টোল-ফ্রি নম্বরটি কী? উঃ- ১৪৫৬৭
  ৪১) NPCI সম্প্রতি ‘RuPay On-the-Go’ কন্টাক্টলেস পেমেন্ট সলিউশন চালু করতে কোন ব্যাঙ্কের সাথে অংশীদারিত্ব করেছে ? উঃ- ইয়েস ব্যাঙ্ক

 

 

Weekly current affairs 2021 PDF September 4th week Download pdf

 

CA-March-2021-3rd-week..

 

 

আরও পড়ুন 

 

 

 

 

 

বিঃদ্রঃ – চাকরিবাজার কোনও সরকারী প্রতিষ্ঠান নয় বা কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত নয় । চাকরিবাজারে লেখা তথ্য গুলি বিভিন্ন সর্বভারতীয় পত্রিকা এবং বিভিন্ন চাকরী সংক্রান্ত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয় । বিস্তারিত তথ্য চাকরি প্রদানকারী সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে । আমাদের কাজ হ’ল পরীক্ষার্থীদের তাৎক্ষণিক তথ্য দেওয়া যা কোনও আইনী দলিল গঠন করে না । যদিও চাকরিবাজারে তথ্য সহজেই উপলব্ধ করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়েছে । আমরা যতটা সম্ভব খাঁটি লেখার চেষ্টা করি । কাজগুলি কোনও ব্যক্তির বা কোনও কিছুর ক্ষতির জন্য দায়ী নয়। এখানে ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ত্রুটি বা অপ্রতুলতা হতে পারে। আবেদনকারী দের আবেদনের আগে চাকরীপ্রদানকারী সংস্থার ওয়েবসাইট ক্ষতিয়ে দেখে নিতে বলা হচ্ছে।

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।