Current affairs 2022 PDF এর মাধ্যমে চাকরি বাজার সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি গুলিকে প্রকাশ করে থাকে। এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি। এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এসএসসি, পিএসসি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি।
আজকের পর্বে আমরা আলোচনা করলাম সাম্প্রতিক ঘটনাবলী, জানুয়ারি ২০২২, প্রথম সপ্তাহ নিয়ে। ০১-০১-২০২২ তারিখ থেকে ০৭-০১-২০২২ তারিখ পর্যন্ত জানুয়ারি মাসে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনা গুলি প্রশ্ন ও উত্তর আকারে তুলে ধরা হল। আসন্ন বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বিভাগটি পরীক্ষার্থীদের জন্য খুবই সহায়ক হবে। তাই আপনার জি কে এর ভান্ডার কে আরও মজবুত করতে অন্যান্য বিষয়ের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটিও নিয়মিত অনুসরণ করুন।
Weekly current affairs PDF Bengaliমাস – জানুয়ারি, সপ্তাহ – প্রথম, (০১-০১-২০২২ থেকে ০৭-০১-২০২২) |
√ ১) সম্প্রতি ভিকস কোম্পানির ব্রান্ড অ্যামব্যাসাডর কে হলেন? | উঃ- রণবীর সিং |
√ ২) কোন দেশ বিশ্বের প্রথম ডুয়েল মোড ভেহিকেল চালু করল? |
উঃ- জাপান |
√ ৩) সম্প্রতি কোন রাজ্য সরকার তার রাজ্যের চাকরির জন্য রুপান্তরকারী দের জন্য সিট সংরক্ষণ করা শুরু করেছে? | উঃ- কর্ণাটক |
√ ৪) হেলদি স্টেটস প্রোগ্রেসিভ ইন্ডিয়া এর রিপোর্ট এ কোন রাজ্য সবার প্রথমে রয়েছে? | উঃ- কেরালা |
√ ৫) কোন ব্যাঙ্ক সম্প্রতি GIFT-IFSC-এর ইন্ডিয়া ইন্টারন্যাশনাল ক্লিয়ারিং কর্পোরেশন (IICC) লিমিটেডের 9.95 শতাংশ শেয়ার অধিগ্রহণ করেছে? | উঃ- স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া |
√ ৬) ICRA রেটিং এজেন্সি ২০২২ ফাইন্যান্সিয়াল ইয়ার এর জন্য ভারতের GDP বৃদ্ধির হার কত শতাংশ অনুমান করেছে? | উঃ- ৯% |
√ ৭) কোনো দক্ষিণ আফ্রিকান ক্রিকেট খেলোয়াড় টেস্ট ক্রিকেট থেকে অবসর গ্রহণ করলেন? | উঃ- কুইন্টন ডি কক |
√ ৮) স্বরাষ্ট্র মন্ত্রক সশস্ত্র সীমা বল (SSB) এর মহাপরিচালকের অতিরিক্ত দায়িত্ব কাকে দেওয়া দিয়েছে? | উঃ- সঞ্জয় অরোরা |
√ ৯) কে ভারতীয় কোস্ট গার্ডের মহাপরিচালক হিসাবে শপথ গ্রহণ করেছেন? | উঃ- বীরেন্দ্র সিং পাঠানিয়া |
√ ১০) সম্প্রতি রেলওয়ে বোর্ড এর নতুন চেয়ারম্যান এবং সি ই ও পদে কে নিযুক্ত হলেন? | উঃ- ভি কে ত্রিপাঠী |
√ ১১) ২০২১ সালে ওয়ার্ল্ড সি ই ও উইনার অব দি ইয়ার পুরস্কার কে পেলেন? | উঃ- কিশোন কুমার ইয়েদাম |
√ ১২) ইন্ডিয়ান কোস্ট গার্ড এর নতুন ডিরেক্টর জেনারেল কে হলনে? | উঃ- ভি এস পাঠানিয়া |
√ ১৩) কোন মন্ত্রণালয় পড়ে ভারত নামক ১০০ দিন পড়ার ক্যাম্পেইন চালু করল? | উঃ- শিক্ষা মন্রণালয় |
√ ১৪) ২০২১ সালে ইংরেজি ভাষায় সাহিত্য একাডেমি পুরস্কার বিজয়ীর নাম কি? | উঃ- নমিতা গোখলে |
√ ১৫) কোন দেশ ২০২২ সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের কাউন্টার-টেরোরিজম কমিটির সভাপতিত্ব গ্রহণ করেছে? | উঃ- ভারত |
√ ১৬) ভারত সরকার কোন ব্যাঙ্ককে ইলেক্টোরাল বন্ড ইস্যু এবং নগদ করার জন্য অনুমোদিত করেছে? | উঃ- স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া |
√ ১৭) জম্মু ও কাশ্মীর ব্যাঙ্ক এর নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং সি ই ও পদে কে নিযুক্ত হলেন? | উঃ- বলদেব প্রকাশ |
√ ১৮) সম্প্রতি কোন ক্রিকেট দল আন্ডার-১৯ এশিয়া কাপ জিতল? | উঃ- ভারত |
√ ১৯) মেজর ধ্যানচাঁদ স্পোর্টস ইউনিভার্সিটি কোথায় উদ্বোধন করা হল? | উঃ- উত্তর প্রদেশ, মিরাট |
√ ২০) কোন নিউজিল্যান্ড এর ক্রিকেটার সম্প্রতি সমস্ত ধরনের ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন? | উঃ- Ross Taylor |
√ ২১) কলকাতা পুলিশ এর নতুন কমিশনার কে হলেন? | উঃ- বিনিত কুমার গোয়েল |
√ ২২) কোন রাজ্য সরকার পেনশানভোগীদের জন্য ডিজিটাল লাইফ সার্টিফিকেট চালু করল? |
উঃ- ওডিশা |
√ ২৩) আর বি আই সম্প্রতি অফলাইন মাধ্যমে ডিজিটাল লেনদেন এর জন্য ঊর্ধবসীমা কত করেছে? | উঃ- ২০০ রুপি |
√ ২৪) ‘জার্নালিস্ট অফ দ্য ইয়ার’ ২০২০ তে RedInk পুরস্কার বিজয়ীর নাম কি? | উঃ- দানিশ সিদ্দিকী |
√ ২৫) SBI কার্ডস এবং পেমেন্ট সার্ভিস লিমিটেড কার্ড টোকেনাইজেশনের জন্য কোন কোম্পানির সাথে অংশীদারিত্ব করেছে? | উঃ- পেটিএম |
√ ২৬) কোন পাকিস্তান এর ক্রিকেটার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করার কথা ঘোষণা করলেন? | উঃ- মহম্মদ হাফিজ |
√ ২৭) কোনো রাজ্যে ক্লপনা চাওলা সেন্টার ফর রিসার্চ ইন স্পেস সাইন্স অ্যান্ড টেকনলজি এর উদ্বোধন করা হল? | উঃ- পাজ্ঞাব |
√ ২৮) ভারতের কোথায় ১১ তম আন্তর্জাতিক নৌ অনুশীলন মিলন অনুষ্ঠিত হতে চলেছে? | উঃ- বিশাখাপত্তনম |
√ ২৯) কোন রাজ্যে ভারতের প্রথম ওয়াটার ট্যাক্সি চালু হল? | উঃ- মুম্বাই |
√ ৩০) সম্প্রতি দেশের কোন রাজ্য সম্পূর্ণ এল পি জি ভুক্ত এবং ধোঁয়া হীন রাজ্য হিসেবে আত্ম প্রকাশ করল? | উঃ- হিমাচল প্রদেশ |
√ ৩১) সম্প্রতি বিশ্বের প্রথম $3 ট্রিলিয়ন মার্কেট ক্যাপ ছুঁয়েছে কোন কোম্পানি ? | উঃ- অ্যাপেল |
√ ৩২) ওএনজিসি অন্তর্বর্তী ভিত্তিতে কোম্পানির সিএমডি হিসাবে প্রথম মহিলাকে নিয়োগ করেছে। নতুন অন্তর্বর্তীকালীন সিএমডির নাম কি? |
উঃ- অলকা মিত্তল |
√ ৩৩) ভিস্তারার এয়ারলাইন এর নতুন প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? | উঃ- বিনোদ কানন |
√ ৩৪) কোন ব্যাঙ্ক তার খুচরা এবং কর্পোরেট গ্রাহকদের জন্য গ্রিন ফিক্সড ডিপোসিট চালু করেছে? | উঃ- ইন্ডাসইন্ড ব্যাংক |
√ ৩৫) জলশক্তি মন্ত্রণালয় এর নতুন সেক্রেটারি কে হলেন? | উঃ- ভিনি মহাজন |
√ ৩৬) কোভিড এর নতুন ভেরিয়েন্ট IHU এর সন্ধান কোন দেশে পাওয়া গেছে? | উঃ- ফ্রান্স |
√ ৩৭) কোনো দিনটিতে প্রতি বছর ওয়ার অরফ্যানস ডে হিসেবে পালন করা হয়ে থাকে? | উঃ- ৬ জানুয়ারি |
√ ৩৮) CryptoWire ভারতের প্রথম ক্রিপ্টোকারেন্সি সূচক চালু করেছে। এই প্ল্যাটফর্মে কতগুলি ক্রিপ্টোকারেন্সি পর্যবেক্ষণ করা হবে? | উঃ- ১৫ টি |
√ ৩৯) কোন টেক জায়ান্ট ইসরায়েলি সাইবারসিকিউরিটি স্টার্টআপ সিমপ্লিফাই(Siemplify) কে অধিগ্রহণ করেছে? | উঃ- গুগোল |
√ ৪০) সম্প্রতি স্বচ্ছ ভারত মিশন (গ্রামীণ) ফেজ-II প্রোগ্রামের অধীনে সর্বাধিক সংখ্যক ODF প্লাস গ্রাম থাকার তালিকায় কোন রাজ্য শীর্ষে রয়েছে? | উঃ- তেলঙ্গানা |
√ ৪১) সম্প্রতি কোন দেশ Tsirkon নামক একটি হাইপারসনিক ক্রুস কিশাইল তৈরি করেছে? | উঃ- রাশিয়া |
√ ৪২) কোন দেশ ভারতের জন্য আইস ব্রেকার তৈরি করল? |
উঃ- রাশিয়া |
√ ৪৩) মিনিস্ট্রি অব স্টিল এর নতুন সেক্রেটারি পদে কে নিযুক্ত হলেন? | উঃ- সঞ্জয় কুমার সিং |
√ ৪৪) ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা এর ডিরেক্টর জেনারেল কে হলেন? | উঃ- জি অশোক কুমার |
√ ৪৫) ভারত-আমেরিকা বিজনেস কাউন্সিল এর নতুন প্রেসিডেন্ট কে হলেন? | উঃ- অতুল কাশ্যপ |
√ ৪৬) ২০২২ সালে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ এর কাউন্টার-টেররিজম কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেওয়া ভারতীয়ের নাম কি? | উঃ- টি এস তিরুমূর্তি |
Weekly current affairs 2022 PDF January 1st week Download pdf
আরও পড়ুন |
|
|