সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি

 

সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি , ফেব্রুয়ারি – ২০২১ 

মাস – ফেব্রুয়ারি, সপ্তাহ – চতুর্থ , (২২-০২-২০২১ থেকে – ২৮-০২-২০২১)

 

চাকরি বাজারের সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি বিভাগে সকলকে স্বাগত জানাই । এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী সাম্প্রতিক ঘটনাবলী তুলে ধরি । এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এস এস সি, পি এস সি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ার ফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী তাই আপনার সাধারণ জ্ঞানের ভান্ডার কে বৃদ্ধি করার জন্য অবশ্যই এই বিভাগটি কে ফলো করুন । সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি ফেব্রুয়ারি

 

 

১. ভারত এবং ইন্দোনেশিয়ার নৌবাহিনী সম্প্রতি কোন অঞ্চলে তাদের প্যাসেজ অনুশীলন (পাসসেক্স) সম্পন্ন করেছে।  উঃ – আরব সাগর
২. ২০২১ সালের বিশ্ব ভাবনা দিবসের থিম কী ছিল।  উঃ – শান্তি স্থাপন 
৩. দাদাসাহেব ফালকে ২০২১ আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সবে সেরা অভিনেত্রীর পুরস্কার কে জিতেছেন? উঃ – দীপিকা পাড়ুকোন
৪. সম্প্রতি ভারতের কোন রাজ্যে ডিজিটাল বিশ্ববিদ্যালয় উদ্বোধন করা হল।  উঃ – কেরালা 
৫. সম্প্রতি মধ্যপ্রদেশের হোসাঙ্গাবাদ শহরের নাম পরিবর্তন করে কি নাম রাখা হল। উঃ – নর্মদাপুরম
৬. কাগজবিহীন বাজেট উপস্থাপনকারী কোন রাজ্য প্রথম হয়েছে? উঃ – উত্তর প্রদেশ
৭. সম্প্রতি ভি. নারায়ণসামি  কোন রাজ্যের / কেন্দ্র শাসিত আঞ্চলের মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন?  উঃ – পুদুচেরি
৮. কোন মুসলিম দেশ মহিলাদের একটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সামরিক বাহিনীতে প্রবেশের অনুমতি দিয়েছে? উঃ – সৌদি আরব
৯.ভারতে প্রতিবছর কেন্দ্রীয় আবগারি দিবস পালন করা হয় কোন দিন? উঃ – ২৪ সে ফেব্রুয়ারি
১০. উপ-রাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু সম্প্রতি অন্ধ্র প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী ‘এন টি রামা রাও’ এর রাজনৈতিক জীবনী নিয়ে একটি বই প্রকাশ করেছেন, বইটির নাম কি?  উঃ – ম্যাভারিক মসিহা 
 

১১. এইচ এস বি সি অনুসারে, ২০২১-২২ অর্থবছরে ভারতের রাজস্ব বৃদ্ধির হার কত? উঃ – ১১.২% 
১২.প্রধানমন্ত্রীর কিষাণ সম্পদ যোজনা” কোন কেন্দ্রীয় মন্ত্রকের আওতায় বাস্তবায়িত একটি প্রকল্প?  উঃ – খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রক
১৩. নাসা সম্প্রতি একটি মহাকাশ সরবরাহকারী জাহাজ চালু করেছে, যার নামকরণ করা হয়েছিল সাবেক কৃষ্ণাঙ্গ নাসার গণিতবিদ, যিনি আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রথম পৃথিবীর কক্ষপথে যাত্রা চালানোর মিশনে সাফল্যে মুখ্য ভূমিকা পালন করেছিলেন। অগ্রণী বিজ্ঞানীর নাম কি? উঃ – ক্যাথরিন জনসন
১৪. বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়ামটি সম্প্রতি ভারতের কোন শহরে উদ্বোধন করা হয়েছে? উঃ – আহমেদাবাদ
১৫. দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২১” পুরষ্কারে কোন চলচ্চিত্রটি সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম পুরষ্কার জিতেছে? উঃ – প্যারাসাইট 
১৬. দাদাসাহেব ফালকে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২১-এ সমালোচকদের বিচারে সেরা অভিনেতার পুরস্কার জিতছেন কোন অভিনেতা? উঃ – সুশান্ত সিং রাজপুত
১৭. সম্প্রতি মারা যাওয়া রাহুল খুল্লার কোন সংস্থার প্রাক্তন চেয়ারপারসন ছিলেন? উঃ – টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া
১৮. এশিয়ান ইনফ্রাস্টাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক অসম ইন্ট্রা-স্টেট ট্রান্সমিশন সিস্টেম এনহান্সমেন্ট প্রকল্পের জন্য সম্প্রতি কত মিলিয়ন ডলার ঋণ মঞ্জুর করেছে? উঃ – ৩০৪ মিলিয়ন ডলার
১৯. ২০২১ সালের মার্চ মাসে মেরিটাইম ইন্ডিয়া সামিট  অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এটি শীর্ষ সম্মেলনটির কততম সংস্করণ হবে?  উঃ – দ্বিতীয় 
২০. বিশ্বের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম মতেরা স্টেডিয়ামের নাম বদলে কি নাম রাখা হয়েছে।  উঃ – নরেন্দ্র মোদী ক্রিকেট স্টেডিয়াম
২১. ২০২০ সালে কোন দেশ ভারতের বৃহত্তম  বাণিজ্য অংশীদার ছিল? উঃ – চিন 
২২. প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভি.ও.চিদম্বরনার বন্দরে রেল ওভার ব্রিজ জাতিকে উত্সর্গ করলেন, বন্দরটি কোন রাজ্যে অবস্থিত?
উঃ – তামিলনাড়ু
২৩. নাগাল্যান্ড জুড়ে “ক্লাসরুমের পাঠদান ও সংস্থান প্রকল্প বাড়ানো” এর জন্য বিশ্বব্যাংক কত পরিমাণ ঋণ  অনুমোদন করেছে? উঃ – ৬৮ মিলিয়ান 
২৪. কে ভারতের টেবিল টেনিস ফেডারেশনের সভাপতি নিযুক্ত হলেন।
উঃ – দুশ্যন্ত চৌতলা
২৫. কে  কোন ভারতীয় জাহাজ নৌ প্রতিরক্ষা প্রদর্শনী (এনএভিডেক্স ২১) এবং আন্তর্জাতিক প্রতিরক্ষাতে অংশ নিচ্ছে? উঃ – আই এন এস প্রলয়
 

 

২৬. ভারতের কোন  আইআইটি পিমো নামক  টেকসই ইলেকট্রিক স্কুটার  তৈরি করল? উঃ – আই আই টি মাদ্রাস
২৭. কেন্দ্রীয় মন্ত্রিপরিষদ সম্প্রতি কোনটি কেন্দ্রশাসিত অঞ্চলে রাষ্ট্রপতির শাসন জারি করার অনুমোদন দিয়েছে? উঃ – পুডুচেরি
২৮. মাইকেল সোমারে সম্প্রতি মারা গেলেন, তিনি কোন দেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন?
উঃ – পাপুয়া নিউ গিনি
২৯. নির্মলা সিতারমন ২০২১-এর প্রথম জি -২০ অর্থ মন্ত্রক এবং কেন্দ্রীয় ব্যাংক গভর্নর বৈঠকে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করলেন। ২০২১ সালে কোন দেশ জি -২০ এর সভাপতিত্যের দায়িত্ব পালন করবে?
উঃ – ইতালি 
৩০. কোন কোম্পানি আইপিএল ২০২১ এর টাইটেল স্পন্সর করতে চলেছে? উঃ – ভিভো
৩১. দ্বিতীয় তম খেলো ইন্ডিয়া জাতীয় শীতকালীন গেমস কোন জায়গায় অনুষ্ঠিত হয়েছে?
উঃ – গুলমার্গ
৩২. সাহিত্যিক বিষ্ণু নারায়ণন নামবুথিরী সম্প্রতি মারা গেলেন, তিনি কোন ভাষায় কবিতা লিখতেন?
উঃ –মালায়ালাম

 

 

 

সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি ,ফেব্রুয়ারি (চতুর্থ সপ্তাহ) পিডিএফ -বাংলা 

 

PDF logo

 

 

 

আরও পড়ুন 

 

 

 

 

 

 

 

 

বিঃদ্রঃ – চাকরিবাজার কোনও সরকারী প্রতিষ্ঠান নয় বা কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত নয় । চাকরিবাজারে লেখা তথ্য গুলি বিভিন্ন সর্বভারতীয় পত্রিকা এবং বিভিন্ন চাকরী সংক্রান্ত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয় । বিস্তারিত তথ্য চাকরি প্রদানকারী সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে । আমাদের কাজ হ’ল পরীক্ষার্থীদের তাৎক্ষণিক তথ্য দেওয়া যা কোনও আইনী দলিল গঠন করে না । যদিও চাকরিবাজারে তথ্য সহজেই উপলব্ধ করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়েছে । আমরা যতটা সম্ভব খাঁটি লেখার চেষ্টা করি । কাজগুলি কোনও ব্যক্তির বা কোনও কিছুর ক্ষতির জন্য দায়ী নয়। এখানে ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ত্রুটি বা অপ্রতুলতা হতে পারে। আবেদনকারী দের আবেদনের আগে চাকরীপ্রদানকারী সংস্থার ওয়েবসাইট ক্ষতিয়ে দেখে নিতে বলা হচ্ছে।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

error: Content is protected !!
%d bloggers like this: