জীববিজ্ঞানের গুরুত্বপূর্ণ আবিষ্কার

চাকরি বাজারেরসাধারন জ্ঞান’ বিভাগে সকলকে স্বাগত। এই বিভাগে কেন্দ্র ও রাজ্য সরকারি সমস্থ প্রতিযোগিতা মূলক পরীক্ষার উপযোগী জি. কে. বিষয়ে আলোচনা করা হয়ে থাকে। আজকের পাঠে আমরা জীববিজ্ঞানের গুরুত্বপূর্ণ আবিষ্কার নিয়ে আলোচনা করলাম। আপনার সাধারণ জ্ঞানের ভান্ডার কে বৃধি করার জন্য অবশ্যই এই বিভাগটি ফলো করুন। 

জীববিজ্ঞানের গুরুত্বপূর্ণ আবিষ্কার

জি.কে. বিভাগের আমাদের আজকের আলোচনার বিষয় হল জীববিজ্ঞানের গুরুত্বপূর্ণ আবিষ্কারবিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে এই বিভাগটি থেকে বিভিন্ন প্রশ্ন এসে থাকে।  এস এস সি, পি এস সি, স্কুল সার্ভিস কমিশান, বন দপ্তর, পুলিশ, মিস্লেনিয়াস, ক্লার্কশিপ, আপার প্রাইমারি টেট, কৃষি দপ্তরের , গ্রুপ ডি  , ইউপিএসসি, রেল প্রভৃতি পরীক্ষায় নানান ধরণের প্রশ্ন এই বিভাগ থেকে এসে থাকে। কয়েকটি উদাহরণের সাথে এই বিভাগ থেকে কি ধরণের প্রশ্ন আসে তা দেখানো হল। ১. নিউক্লিয়াস কে আবিষ্কার করেন? উত্তর হবে রবার্ট ব্রাউন (১৮৩১) ২. অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন কোন দুই বিজ্ঞানী?। উত্তর হবে এফ জ্যানসেন ও জেড জ্যানসেন (১৫৯০)। 

 

নিচে টেবিল আকারে জীববিজ্ঞানের গুরুত্বপূর্ণ আবিষ্কার গুলি তুলে ধরা হলো। সম্পূর্ণ পোস্টটির পিডিএফ ফাইলটি নিচের লিঙ্ক থেকে ডাউনলোড করুন।

প্রশ্ন

উত্তর

১. নিউক্লিয়াস কে আবিষ্কার করেন? উঃ- রবার্ট ব্রাউন (১৮৩১)
২. কোন বিজ্ঞানী আবিষ্কার করেন কোশে জেলির মত অর্ধ তরল বস্তুর উপস্থিতি আছে? উঃ- দুজারদিন (১৮৩৫)
৩. অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন কোন দুই বিজ্ঞানী? উঃ- এফ জ্যানসেন ও জেড জ্যানসেন (১৫৯০)
৪. কর্কের টুকরো থেকে প্রথম কোশ আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? উঃ- রবার্ট হুক (১৬৬৫)
৫. কোন বিজ্ঞানী প্রথম কোশের নিউক্লিয়াসের অস্তিত্ব পর্যবেক্ষণ করেন? উঃ- ফণ্টানা (১৭৮১)
৬. গাছ খাদ্য তৈরির সময় অক্সিজেন ত্যাগ করে এই ঘটনা কে প্রথম প্রমাণ করেন? উঃ- জোসেফ প্রিস্টলে (১৭৭২)
৭. গাছ  সালোকসংশ্লেষের সময় কার্বণ-ডাই-অক্সাইড গ্যাস শোষণ করে তার কে প্রমাণ করেন? উঃ- জ্যাঁ সেনেবিয়ের (১৭৭২)
৮. রক্তের আরএইচ ফ্যাক্টর কোন দুই বিজ্ঞানী আবিষ্কার করেন? উঃ- ল্যান্ডস্টেইনার ও উইনার (১৯৪০)
৯. রক্তের গ্রুপের শ্রেণীবিভাগ কে করেন? উঃ- ল্যান্ডস্টেইনার (১৯০৫)
১০. কোন বিজ্ঞানী আবিষ্কার করেন যে ক্রোমোজোম বংশধারার বাহক? উঃ- বোভেরি (১৯০২)
১১. ডিএনএ বংশগত বৈশিষ্ট্যের ধারক ও বাহক তা প্রথম কোন বিজ্ঞানী গণ প্রমাণ করেন? উঃ- অ্যাভেরি, ম্যাকলিওড ও ম্যাককার্টি (১৯৪৪)
১২. কোন বিজ্ঞানী কোশে প্রথম ডি এন এ এর উপস্থিতি লক্ষ্য করেন? উঃ- মিশার (১৮৬৯)
১৩. কোন বিজ্ঞানী ডি এন এ এর নামকরণ করেন? উঃ- অল্টম্যান (১৮৯৯)
১৪. ডিএনএ-এর দ্বিতন্ত্রী নকশা কে আবিষ্কার করেন? উঃ- ওয়াটসন ও ক্রিক (১৯৫৩)
১৫. কোষতত্ত্ব কোন দুই বিজ্ঞানী প্রতিষ্ঠা করেন? উঃ- স্লেইডেন ও সোয়ান (১৮৩৯)

 

 

১৬. প্রথম ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন কোন দুই বিজ্ঞানী? উঃ- নল ও রুসকা (১৯৩১)
১৭. কোশকে  জীবদেহের গঠনমূলক ও কার্য মূলক একক রূপে অভিহিত করেন? উঃ- দা রবার্টিস (১৮৭৯)
১৮. কোশকে প্রোক্যারিওটিক ও ইউক্যারিওটিক শ্রেণীতে ভাগ করেন কোন বিজ্ঞানী? উঃ- ডগহার্টি (১৯৫৭)
১৯. নিউক্লিয়াসের মধ্যে নিউক্লিওলাস আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? উঃ- ওয়েগনার (১৮৩২)
২০. হরমোন শব্দের আবিষ্কারক কোন বিজ্ঞানী? উঃ- স্টারলিং ও বেলিস (১৯০৫)
২১. প্রোটোপ্লাজম কে নামকরণ করেন? উঃ- হুগো ফন মোল (১৮৪৬)
২২. কোষ পর্দার তরল মোজাইক মডেল কে আবিষ্কার করেন? উঃ- সিঙ্গার ও নিকলসন (১৯৭২)
২৩.  কোন বিজ্ঞানী প্রথম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম পর্যবেক্ষণ করেন? উঃ- পোর্টার (১৯৪৫)
২৪. কোন বিজ্ঞানী ক্রোমোজোম আবিষ্কার করেন? উঃ- ওয়ালডেয়ার (১৮৮৮)
২৫. ক্লোরোপ্লাস্ট এর আবিষ্কার ও নামকরণ কে করেন? উঃ- স্কিম্পার (১৮৮৩)
২৬. রাইবোজোম এর নামকরণ করেন কোন বিজ্ঞানী? উঃ- প্যালাডে (১৯৫৫)
২৭. লাইসোজোম প্রথম আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? উঃ- দা – ডুভে (১৯৫৫)
২৮. প্লাস্টিড আবিস্কার করেন কোন বিজ্ঞানী? উঃ- ই- হেকেল (১৮৬৬)
২৯. সালোকসংশ্লেষের সময় সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় তা প্রথম কোন বিজ্ঞানী প্রমাণ করেন? উঃ- রবার্ট ফন মেয়ার (১৮৪৪)
৩০. সালোকসংশ্লেষে ফটোলাইসিস প্রক্রিয়া  প্রথম পর্যবেক্ষণ করেন কোন বিজ্ঞানী? উঃ- রবিন হিল (১৯৩৭)

 

 

৩১. ফটোসিন্থেসিস শব্দের প্রচলন কে করেন? উঃ- বার্নেস (১৮৯৮)
৩২. কোন বিজ্ঞানী উইলো গাছ পরীক্ষা করে বোঝেন যে জল থেকেই গাছ খাদ্য তৈরি করে? উঃ-  ভন হেলমন্ট (১৬৪৮)
৩৩. কোন বিজ্ঞানী প্রথম ক্লোরেল্লা নামক উদ্ভিদে কেলভিন চক্র পর্যবেক্ষণ করেন? উঃ- বেনসন ও কেলভিন (১৯৫৬)
৩৪. কোন বিজ্ঞানী সর্বপ্রথম জীবাণু পর্যবেক্ষণ করেন? উঃ- লিউয়েনহক (১৬৩২)
৩৫. ইকোসিস্টেম শব্দের প্রবর্তক কে? উঃ- ট্যান্সলে (১৯৩৫)
৩৬. ট্যাক্সোনমি শব্দের প্রবর্তক কোন বিজ্ঞানী? উঃ- আগাস্তিন পি দা কনডোল (১৮১৩)
৩৭. কোন বিজ্ঞানী আবিষ্কার করেন এক্স রশ্মির মিউটেশন ঘটানোর ক্ষমতা আছে? উঃ- মুলার (১৯২৭)
৩৮. কোন বিজ্ঞানী বা প্রাণীদেহে রক্ত সংবহন পদ্ধতির ব্যাখ্যা করেন? উঃ- উইলিয়াম হার্ভে (১৬২৮)
৩৯. ভিটামিন নামকরণ করেন কোন বিজ্ঞানী? উঃ- ক্যাসিমির ফ্যাংক (১৯১২)
৪০. এনজাইম বা উৎসেচক নাম এর স্রষ্টা কোন বিজ্ঞানী? উঃ- কুন (১৮৭৫)
৪১. সালোকসংশ্লেষ প্রক্রিয়ায় জল থেকে অক্সিজেন নির্গত হয় তা কোন দুই বিজ্ঞানী প্রমাণ করে দেখান? উঃ- রুবেন ও কামেন (১৯৪১)
৪২. কোন দুই বিজ্ঞানী ইনসুলিন আবিষ্কার করেন? উঃ- বেনটিং  ও বেস্ট (১৯২২)
৪৩. জার্মপ্লাজম মতবাদের প্রবক্তা কে? উঃ- ভাইসম্যান (১৮৮৩)
৪৪. মিউটেশন তত্ত্বের প্রবক্তা কোন বিজ্ঞানী? উঃ- হুগো দা ভ্রিস (১৯০১)
৪৫. প্রাকৃতিক নির্বাচন তত্ত্বের প্রবক্তা কোন বিজ্ঞানী? উঃ- চার্লস ডারউইন (১৮৫৯)
৪৬. যক্ষ্মার জীবাণু আবিষ্কার করেন কে?  উঃ- রবার্ট কখ (কচ) (১৮৮২)
৪৭. কোন বিঞ্জানী বংশগতীর সূত্র প্রবর্তন করেন?  উঃ- মেন্ডেল (১৮৬৫ থেক ১৮৯৬)
৪৮. দুধকে জীবাণ মুক্ত করার পদ্ধতি (পাস্তুরাইজেশান) পদ্ধতি আবিস্কার করেন কোন বিজ্ঞানী? উঃ- লুই পাস্তুর (১৮৬৪) 
৪৯. জলাতঙ্ক রোগের জীবানু আবিস্কার করেন কে?  উঃ- লুই পাস্তুর (১৮৬৪) 
৫০. কোন বিজ্ঞানী ডাউন সিন্ড্রোম আবিস্কার করেন?  উঃ- ল্যাংডন ডাউন (১৮৬৬)

 

 

 

 

জীববিজ্ঞানের গুরুত্বপূর্ণ আবিষ্কার এর সম্পূর্ণ পোস্টটি নিচের পিডিএফ লিংক থেকে ডাউনলোড করুন 

  •  জীববিজ্ঞানের গুরুত্বপূর্ণ আবিষ্কার  
National-Emblem-of-different-countries

 

 

 

 

আরও পড়ুন 

এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।