পরিবেশ বিজ্ঞানের প্রশ্ন ও উত্তর

 

চাকরি বাজারের পরীক্ষার প্রশ্নপত্র বিভাগে সকলকে স্বাগত। এই বিভাগে আমরা বিগত সালে অনুষ্ঠিত হওয়া কেন্দ্রীয় এবং রাজ্য সরকারি বিভিন্ন পরীক্ষার প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করে থাকি। এই প্রতিবেদনে আমরা আজকে পরিবেশ বিজ্ঞানের প্রশ্ন ও উত্তর সম্বন্ধে আলোচনা করা হবে। রেল, ব্যাংক, এস এস সি, পি এস সি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, পুলিশ, প্রাইমারি, ক্লার্কশিপ, মিসলেনিয়াস প্রভৃতি পরীক্ষায় বিগত সালে আগত প্রশ্নপত্র নিয়ে আলোচনা করা হয়। তাই বর্তমান সময়ের পরীক্ষার্থীদের জন্য এই বিভাগটি খুবই গুরুত্বপূর্ণ।

 

পরিবেশ বিজ্ঞানের প্রশ্ন ও উত্তর

 

আজকের পাঠে বিগত ২০১৫ সালে অনুষ্ঠিত হওয়া প্রাইমারি টেটের পরিবেশ বিজ্ঞনের প্রশ্ন ও উত্তর গুলি নিয়ে আলোচনা করা হলো। এই বিভাগ থেকে মোট ৩০ নম্বরের ৩০ টি মাল্টিপল চয়েস প্রশ্ন আসবে এবং প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য ৪ টি করে বিকল্প থাকবে। এর মধ্যে থেকে পরীক্ষার্থীদের সঠিকটি নির্বাচন করতে হবে। আগত প্রাইমারি টেটের পরীক্ষার্থীদের সুবিধার্থে আমরা আজ ২০১৫ সালের আগত পরিবেশ বিজ্ঞন বিষয়ের সমস্ত প্রশ্ন ও উত্তর পিডিএফ আকারে তুলে ধরলাম।

 

কয়েকটি প্রশ্নের উদাহরণ

 

বিগত সালের পরীক্ষায় কি ধরনের প্রশ্ন এসেছে তার ধারণা পেতে অবশ্যই এই বিভাগটি অনুসরণ করুন। প্রার্থীরা অবশ্যই নিচে দেওয়া লিংক থেকে বিনামূল্যে পিডিএফ ফাইল ডাউনলোড করে নেবেন।

 

পরিবেশ বিজ্ঞানের প্রশ্ন ও উত্তর

প্রশ্ন

উত্তর

১) নিচের কোন গাছ গুলি উচ্চ পার্বত্য অঞ্চলে জন্মায় ?

     ক) পলাশ, বট, সেগুন 

     খ) আম, জাম, গরান

     গ) ওক, বার্চ, রডোডেনড্রন

     ঘ) গরান, বট, হেতাল

গ) ওক, বার্চ, রডোডেনড্রন
২) ধুলো কনার সাথে জলীয় বাষ্প জমে নিচের কোনটি তৈরি হয় ?

     ক) নক্ষত্র

     খ) গ্রহ 

     গ) ছায়াপথ

     ঘ) মেঘ

ঘ) মেঘ
৩) মানবদেহের পৌষ্টিকতন্ত্র সঙ্গে নিজের কোন অংশ গুলো যুক্ত

     ক) ফুসফুস,শ্বাসনালী

     খ) হৃদপিন্ড, ধমনী

     গ) পাকস্থলী, অন্ত্র 

     ঘ) বৃক্ষ, মূত্রথলি

গ) পাকস্থলী, অন্ত্র
৪) পূর্ব কলকাতা জলাভূমির সঙ্গে সংশ্লিষ্ট নদীটি হলো —

     ক) দামোদর

     খ) ময়ূরাক্ষী

     গ) তিস্তা

     ঘ) বিদ্যাধরী

ঘ) বিদ্যাধরী
৫) স্বাধীন ভারতের প্রথম শিক্ষা মন্ত্রী ছিলেন —

      ক) ভীমরাও রামজি আম্বেদকর

     খ) মৌলানা আবুল কালাম আজাদ 

     গ) জহরলাল নেহেরু 

     ঘ) মোহনদাস করমচাঁদ গান্ধী

খ) মৌলানা আবুল কালাম আজাদ 
৬) আরাবারি যে জন্য বিখ্যাত তা হল তা হলো —

     ক) সৌধ সংরক্ষন

     খ) যৌথ বন সংরক্ষণ ব্যবস্থা 

     গ) একশৃঙ্গ গন্ডার সংরক্ষণ

     ঘ) বাঘ সংরক্ষণ

খ) যৌথ বন সংরক্ষণ ব্যবস্থা
৭) বায়ু দূষণের সঙ্গে নিচের কোন রোগ গুলির সম্পর্কিত

      ক) ম্যালেরিয়া, কলের, টাইফয়েড

     খ) টিটেনাস, আর্থারাইটিস, ডায়াবেটিস

      গ) ডায়াবেটিস ,হেপাটাইটিস , কুষ্ঠ

      ঘ) ব্রঙ্কাইটিস , এমফাইসেমা , অ্যাজমা

ঘ) ব্রঙ্কাইটিস , এমফাইসেমা , অ্যাজমা 
৮) নিজের কোনগুলো বন্যপ্রাণী ?

     ক) ভেড়া, ঘোড়া

     খ) ঘোড়া, ছাগল

     গ) বাঘ, সাপ 

     ঘ) ছাগল,গরু

গ) বাঘ, সাপ
৯) নিম্নে উল্লেখিত রোগগুলির কোনটির চিকিৎসার ব্যবহৃত পদ্ধতি হলো ডট (DOT) ?

     ক) কলেরা

     খ) টাইফয়েড

     গ) যক্ষা

     ঘ) হেপাটাইটিস

গ) যক্ষা
১০) নিচের কোন বাক্যটি শুদ্ধ ?

     ক) টিবিয়া ও ফিবুলা কোমর থেকে হাঁটু পর্যন্ত বিস্তৃত।

     খ) হিউমেরাস কাঁধ থেকে কনুই এবং ফিমার কোমর থেকে হাঁটু পর্যন্ত বিস্তৃত।

     গ) আলনা ও রেডিয়াস হাটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত বিস্তৃত।

     ঘ) ফিমার হাটুর নিচ থেকে গোড়ালি পর্যন্ত বিস্তৃত।

খ) হিউমেরাস কাঁধ থেকে কনুই এবং ফিমার কোমর থেকে হাঁটু পর্যন্ত বিস্তৃত।

 

১১) নিজের কোনগুলি ম্যানগ্রোভ প্রকৃতির গাছ ?

     ক) বট, জারুল, সাল

     খ) সাল, সেগুন, ওক

     গ) বাইন, গরান, গেওয়া

     ঘ) আম, পেঁপে, সাল

গ) বাইন, গরান, গেওয়া
১২) নিচের কোনটি চামড়া থেকে উৎপন্ন হয় না ?

     ক) লোম

     খ) চুল

     গ) রক্ত

     ঘ) পালক

গ) রক্ত
১৩) কিভাবে ধাতু শনাক্ত করা যায় ?

     ক) কিছু দিয়ে পিটিয়ে টনটন করে আওয়াজ হয় না।

     খ) চকচক করে না।

     গ) খুব তাড়াতাড়ি গরম হয় না। 

     ঘ) আওয়াজ তৈরি হয়, চকচক করে এবং তাড়াতাড়ি গরম হয়।

ঘ) আওয়াজ তৈরি হয়, চকচক করে এবং তাড়াতাড়ি গরম হয়। 

১৪) নিচের কোন প্রাণীটি পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেছে ?

     ক) ব্লাকবাক

     খ) অলিভ রিডলে টটিল

     গ) ডোডো

     ঘ) লায়ন টেইল্ড ম্যকাও

গ) ডোডো
১৫) কোন গাছের ছাল থেকে হার্টের অসুখ কমানোর ওষুধ পাওয়া যায় ?

     ক) আম

     খ) সিঙ্কোনা

     গ) অর্জুন

     ঘ) তামাক

গ) অর্জুন
১৬) বৃষ্টির সম্ভাবনার কথা কোন প্রাণীরা বুঝতে পারে ? 

     ক) কুকুর

     খ) পিঁপড়ে

     গ) গরু

     ঘ) মুরগি 

খ) পিঁপড়ে
১৭) নিচের কোন দূষক টি ভূমিক্ষয় ঘটায় ?

     ক) গোবর

     খ) মাছের কাটা

     গ) প্লাস্টিক

     ঘ) পুরনো কাগজ 

গ) প্লাস্টিক
১৮) শুয়োপোকা হলো একটি —

     ক) পূর্ণাঙ্গ পতঙ্গ

     খ) পতঙ্গের লার্ভা দশা

     গ) একটি পরিণত স্তন্যপায়ী

     ঘ) একটি পরিণত পাখি 

খ) পতঙ্গের লার্ভা দশা
১৯) পরিবেশ বিদ্যার শিক্ষক / শিক্ষিকা হিসেবে কলেরা রোগের চিকিৎসায় নিচের কোনটির ব্যবহার করার কথা আপনি বলবেন ? 

     ক) জি পি এস

     খ) বি আর এস

     গ) এন আর এস

     ঘ) ও আর এস

ঘ) ORS 
২০) বাসক পাতার নির্যাস নিচের কোন ধরনের অসুখ সারাতে ব্যবহার করা হয় ?

     ক) কলেরা

     খ) টিটেনাস

     গ) সর্দি ও কাশি

     ঘ) ম্যালেরিয়া

গ) সর্দি ও কাশি
 

 

২১) দার্জিলিংয়ের জঙ্গলে নিচের কোন প্রাণীতে দেখা যায় ?

     ক) রেড পান্ডা

     খ) বুনো গাধা

     গ) জেব্রা

     ঘ) অলিভ রিডলে টটিল

ক) রেড পান্ডা
২২) নিচের কোনটি ত্বকের ক্যান্সারের জন্য দায়ী ?

     ক) মেলানিন

     খ) ভিটামিন

     গ) আল্ট্রাভায়োলেট রশ্মি

     ঘ) কার্বন ডাই অক্সাইড

গ) আল্ট্রাভায়োলেট রশ্মি
২৩) নিচের কোন প্রাণীগুলি অতি সংকটাপন্ন ভাবে বিপন্ন ?

     ক) গরু, ছাগল

     খ) ছাগল,ভেড়া

     গ) শুয়োর, ঘোড়া 

     ঘ) বাঘ, একশৃঙ্গ গন্ডার

ঘ) বাঘ, একশৃঙ্গ গন্ডার
২৪) পরিবেশ বিদ্যার শিক্ষক শিক্ষিকা হিসেবে আপনার ছাত্র-ছাত্রীদের শক্তির উৎস হিসেবে নিচের কোন খাদ্য গুলি খেতে বলবেন ?

     ক) শাকসবজি, গাজর, চা, জল

     খ) দুধ, আলু, ডিম, মাখন, ভাত

     গ) চা, শাকসবজি, জল

     ঘ) বিট, হলুদ, চা, জল

খ) দুধ, আলু, ডিম, মাখন, ভাত
২৫) নিচের কোন গাছ গুলি থেকে পোশাক তৈরির উপাদান পাওয়া যায় ? 

     ক) ছাতিম, বট

     খ) বেল, আম

     গ) শন ,পাট

     ঘ) হাতিম, আম 

গ) শন ,পাট
২৬) পরিবেশ বিদ্যার শিক্ষক / শিক্ষিকা হিসেবে আপনি নিম্নলিখিত প্রাণী গুলির ছবি শিক্ষার্থীদের দিয়েছেন।  এদের পালক ও  আঁশ আছে।

     ক) বাঘ এবং কুনোব্যাঙ

     খ) কুনোব্যাঙ এবং কেঁচ

     গ) শামুক এবং তারা মাছ

     ঘ) পায়রা এবং হাঙ্গর

ঘ) পায়রা এবং হাঙ্গর

২৭) দারুন অগ্নি বানে রে” গানটি কোন  ঋতুর পরিচালক ?

     ক) শীত

     খ) শরৎ

     গ) গ্রীষ্ম  

     ঘ) বসন্ত

গ) গ্রীষ্ম  
২৮) সারণী এবং এর মধ্যে সমতা বিধান করো  ?

  সারণী ১                         সারণী ২

১. পুরুলিয়া              অ. সাঁতরাগাছি ঝিল

২.  হাওড়া               আ. সাহেব বাঁধ

৩.  কোচবিহার         ই. রসিক বিল

     ক) ১ – ই , ২ – আ , ৩ – অ 

     খ)  ১ – অ , ২ – ই , ৩ – আ 

     গ) ১ – আ , ২ – অ , ৩ – ই

     ঘ) ১ – অ , ২ – আ , ৩ – ই 

গ) ১ – আ , ২ – অ , ৩ – ই
২৯) নিচের কোন যৌগটি সঠিক ভাবে মিলানো

             শহরগুলির নাম                  জেলাগুলির নাম 

     ক) ঝারগ্রাম , বিষ্ণুপুর       –     বর্ধমান,  বীরভূম

     খ)  ডানকুনি,  কালিম্পং    –    উত্তর ২৪ পরগনা,  হাওড়া 

     গ) বারুইপুর,  রায়গঞ্জ      –   দক্ষিণ ২৪ পরগনা,  উত্তর দিনাজপুর

     ঘ) বালুরঘাট,  তমলুক      –   দার্জিলিং,  জলপাইগুড়ি 

গ) বারুইপুর,  রায়গঞ্জ      –   দক্ষিণ ২৪ পরগনা,  উত্তর দিনাজপুর
৩০) ধোঁয়াতে  কোন কোন অধাতব মৌলের অক্সাইড গ্যাস থাকে ? 

     ক) সোডিয়াম, পটাশিয়াম,  আয়রন

     খ)  সালফার,  নাইট্রোজেন,  কার্বন

     গ) অ্যালুমিনিয়াম,  কপার,   আয়রন

     ঘ)নিকেল,  কোবাল্ট,  মার্কারি

খ)  সালফার,  নাইট্রোজেন,  কার্বন

 

 

 

 

সমস্ত প্রশ্ন এবং উত্তর নিচে দেওয়া পিডিএফ লিংক থেকে ডাউনলোড করে নিন

 

  • পরিবেশ বিজ্ঞানের প্রশ্ন ও উত্তর

ডাউনলোড পিডিএফ ফাইল

 

 

 

আরও পড়ুন 

এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।