বিষয় - বাংলা ও ইংলিশ

 

আজকের পাঠে বিগত প্রাইমারি টেট ২০১৫ সাল এর বিষয় – বাংলা ও ইংলিশ এর আগত প্রশ্ন ও উত্তর গুলি নিয়ে আলোচনা করা হলো। এই বিভাগ থেকে মোট ৩০ নম্বরের ৩০ টি মাল্টিপল চয়েস প্রশ্ন আসবে এবং প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য টি করে বিকল্প থাকবে। এর মধ্যে থেকে পরীক্ষার্থীদের সঠিকটি নির্বাচন করতে হবে। আগত প্রাইমারি টেটের পরীক্ষার্থীদের সুবিধার্থে আমরা আজ বিগত ২০১৫ সালের বাংলা ও ইংলিশ বিষয়ের সমস্ত প্রশ্ন ও উত্তর পিডিএফ আকারে তুলে ধরলাম।

 

বিষয় – বাংলা ও ইংলিশ

বিগত প্রাইমারি টেট ২০১৫ সাল এ কি ধরনের প্রশ্ন এসেছে তার ধারণা পেতে অবশ্যই এই বিভাগটি অনুসরণ করুন। প্রার্থীরা অবশ্যই নিচে দেওয়া লিংক থেকে বিনামূল্যে পিডিএফ ফাইল ডাউনলোড করে নেবেন।

কয়েকটি প্রশ্নের উদাহরণ

প্রশ্ন

উত্তর

১) ‘যখন বৃষ্টি নামল তিমিরনিবিড় রাতে’ –  এই বাক্যটিতে উদ্দেশ্য হলো ?

     ক. বৃষ্টি

     খ. রাতে

     গ. তিমির নিবিড়

     ঘ. নামলো রাতে

ক. বৃষ্টি
২) আপনি যদি বলেন তবে কাজটি করব। – নিম্ন রেখাঙ্কিত পদ দুটি –

     ক. সংযোগ অব্যয়

     খ. সংকোচক অব্যয়

     গ. সিদ্ধান্ত বাচক অব্যয়

     ঘ. হেতু বাচক অব্যয়

ঘ. হেতু বাচক অব্যয়
৩) নিচের মন্তব্য গুলির মধ্যে কোনটি মিথ্যা ?

     ক. ই ধ্বনি প্রসারিত ও বিবৃত ধবনি

     খ. অ ধবনি কুঞ্চিত ও হ্রস্বধবনি

     গ. ও ধবনি কুঞ্চিত ও পশ্চাৎধবনি

     ঘ. আ ধবনি নিম্ন স্বরধ্বনি

ক. ই ধ্বনি প্রসারিত ও বিবৃত ধবনি
৪) নিচের কোন বাক্যটিতে গঠনগত ভুল আছে ?

     ক. বাবা ঘরে ফিরলেন

     খ. আকণ্ঠ পর্যন্ত গিয়ে হাঁসফাঁস অবস্থা

     গ. আমরা জন্মান্তরে বিশ্বাসী

     ঘ. কনকনে ঠান্ডায় হাঁটতে বেরোলাম

খ. আকণ্ঠ পর্যন্ত গিয়ে হাঁসফাঁস অবস্থা
৫) ব্যঞ্জনবর্ণের উচ্চারণ স্থান অনুযায়ী ট-বর্গের বর্ণগুলো কে বলা হয় ?

     ক. তালব্য বর্ণ

     খ. দন্ত বর্ণ

    গ. কন্ঠ বর্ণ

     ঘ. মূর্ধন্য বর্ণ

ঘ. মূর্ধন্য বর্ণ

 

 

সমস্ত প্রশ্ন এবং উত্তর নিচে দেওয়া পিডিএফ লিংক থেকে ডাউনলোড করে নিন

 

  • বিষয় বাংলা

ডাউনলোড পিডিএফ ফাইল
  • বিষয় ইংলিশ 
ডাউনলোড পিডিএফ ফাইল

 

 

 

আরও পড়ুন 

এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন
এখানে ক্লিক করুন

 

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।