সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি

চাকরি বাজারের সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি বিভাগে সকলকে স্বাগত। এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি । এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এস এস সি, পি এস সি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ার ফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ  প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী।                

সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি – এপ্রিল – ২০২১, দ্বিতীয় সপ্তাহ

মাস –এপ্রিল, সপ্তাহ – দ্বিতীয় , (০৮-০৪-২০২১ থেকে – ১৫-০৪-২০২১)

 

আজকের পর্বে আমরা আলোচনা করলাম সাম্প্রতিক ঘটনাবলী, এপ্রিল ২০২১, দ্বিতীয় সপ্তাহ নিয়ে। ০৮-০৪-২০২১ তারিখ থেকে ১৫-০৪-২০২১ তারিখ পর্যন্ত এপ্রিল মাসে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনা গুলি প্রশ্ন  ও উত্তর আকারে তুলে ধরা হল। আসন্ন বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বিভাগটি পরীক্ষার্থীদের জন্য খুবই সহায়ক হবে। তাই আপনার জি কে এর ভান্ডার কে আরও মজবুত করতে অন্যান্য বিষয়ের সঙ্গে সাম্প্রতিক ঘটনাবলী, এপ্রিল ২০২১, দ্বিতীয় সপ্তাহের পোষ্টটি অবশ্যই অনুসরণ করুন।

প্রশ্ন

উত্তর 

১) সুপ্রিম কোর্টের পরবর্তী মুখ্য বিচারপতি কে নিযুক্ত হতে চলেছেন? উঃ- এন ভি রামানা
২) সম্প্রতি কোন রাজ্যে রামায়ান মিউজিয়াম স্থাপন হতে চলেছে? উঃ- উত্তর প্রদেশ
৩) ভিয়েতনামের নতুন প্রধানমন্ত্রীকে হলেন? উঃ- ফাম মিন চিন
৪) সম্প্রতি প্রয়াত হলেন রাধেশ্যাম খেমকা, উনি কোন সংস্থার সভাপতি ছিলেন? উঃ- গিতা প্রেস
৫) ইউনাইটেড নেশানস ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর অ্যাসোসিয়েট অ্যাডমিনিস্ট্রেটর পদে কে নিযুক্ত হলেন? উঃ- উষা রাও মনারি
৬) ভারতের কোন রাজ্য সরকার মান্থলি স্কলারশিপ প্রোগ্রাম চালু করল? উঃ- সিকিম
৭) স্মল ইন্ডাস্ট্রিস ডেভেলপমেন্ট ব্যাঙ্ক অব ইন্ডিয়া এর চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর কে হলেন? উঃ- এস রামান
৮) ডিজিটাল প্ল্যাটফর্মে মধু এবং অন্যান্য মৌমাছি সম্পর্কিত পণ্যের সন্ধানের উৎস খুঁজে পাওয়ার জন্য চালু হওয়া অনলাইন পোর্টালের নাম কি? উঃ- মধুক্রান্তি 
৯) ২০২১ সালের এপ্রিল মাসে সন্ত্রাসবিরোধের জন্য ইউনাইটেড নেশানস ট্রাস্ট ফান্ডে ভারত কত পরিমাণ  টাকার অবদান রেখেছিল? উঃ-  ৫ লক্ষ মার্কিন ডলার
১০) সোলার এনার্জি কর্পোরেশান অব ইন্ডিয়া কোথায় ৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন সোলার পাওয়ার প্রোজেক্ট স্থাপন করতে চলেছে? উঃ-  লে 
১১) “ওয়ার্ল্ড ২০৩০ঃ পাবলিক সার্ভে রিপোর্ট” প্রকাশ করল কোন সংস্থা? উঃ- ইউনেসকো 
১২) বিশ্ব হোমিওপ্যাথি দিবস কবে পালন করা হয়? উঃ- ১০ এপ্রিল 
১৩) ন্যানোস্নিফার হ’ল বিশ্বের প্রথম মাইক্রোসেন্সর ভিত্তিক বিস্ফোরক ট্রেস ডিটেক্টর (ইটিডি), ন্যানোসনিফ টেকনোলজিস দ্বারা চালু করা, এটি একটি ইনকিউবিশন স্টার্টআপ। এটি কোন আই আই টি তে তৈরি হয়েছে? উঃ- আই আই টি বম্বে
১৪) ভারত সরকার সম্প্রতি ১০০ কোটি টাকার টহলদারি জাহাজ “পিএস জোরোস্টার” কোন দেশেকে উপহার দিয়েছে? উঃ- সেশেলস
১৫) ভারত রোমেনভিলে দ্বীপ এর ১ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন সৌর বিদ্যুৎকেন্দ্র কোন দেশের হাতে তুলে দিয়েছে? উঃ- সেশেলস

 

 

১৬) ভার্চুয়াল মোডে অনুষ্ঠিত বিশ্বব্যাংক-আইএমএফের উন্নয়ন কমিটির ১০৩ তম সভায় ভারতের প্রতিনিধিত্ব করেন কে? উঃ- নির্মলা সীতারামণ
১৭) সম্প্রতি কোন অ্যাথিলিট ছত্তিশগড় বিরণী পুরস্কার পেয়েছেন? উঃ- দ্যুতি চাঁদ
১৮) কোন আন্তর্জাতিক মহিলা ক্রিকেট দল পরপর ২২ টি ওয়ান ডে ইন্টারন্যাশনাল ম্যাচ জেতার রেকর্ড গড়ল? উঃ- অস্ট্রেলিয়া
১৯) সম্প্রতি কোন বিখ্যাত মোবাইল কোম্পানি তাদের মোবাইল ফোন তৈরি সম্পুর্ণ ভাবে বন্ধ করল? উঃ- এল জি
২০) ভারতের কোন রাজ্য কোভিড ভ্যাকসিন নেওয়ার জন্য পুরস্কার এর ঘোষণা করল? উঃ- উত্তর প্রদেশ
২১) ল্যাব অন হুইলস প্রোগ্রাম কোন মন্ত্রী চালু করলেন? উঃ- মনিশ সিসোদিয়া
২২) ফিফা কোন ফুটবল দলকে সাসপেন্ড করল?  উঃ- পাকিস্তান
২৩) ভারত সম্প্রতি কোন দেশের সাথে ”জলের সম্পর্কিত কৌশলগত অংশীদারিত্ব” প্রতিষ্ঠা করতে সম্মত হয়েছে? উঃ- নেদারল্যান্ড
২৪) জম্মু ও কাশ্মীর এ কোন মন্ত্রী “খেলো ইন্ডিয়া স্টেট সেন্টার অব এক্সিলেন্স” এর উদ্বোধন করলেন? উঃ- কিরেন রিজ্জু 
২৫) ভারতের কোন রাজ্য সরকার “প্রতিবন্ধিদের জন্য বিণামূল্যে বাস” ভ্রমণের ব্যাবস্থা করল? উঃ- বিহার
২৬) ভারতের কোন আই আই আই টি (ইন্টারন্যাশনাল ইন্সটিটিউট অব ইনফর্মেশান টেকনলজি)এলাস্টিকপ্টার নামক” শেপ সিফটিং ড্রোন তৈরি করল? উঃ- আই আই আই টি হায়দ্রাবাদ
২৭)জাপানী ব্রোকার সংস্থা নমুরা এর মত অনুসারে, ২০২১-২২ অর্থবছরে ভারতের আনুমানিক জিডিপি বৃদ্ধি কত? উঃ-১২.৬%
২৮) ভারতের নতুন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে নিযুক্ত হয়েছেন? উঃ- সুশীল চন্দ্র
২৯) পাঞ্জাব সরকার তার কোভিড ভ্যাকসিনেশন প্রোগ্রামের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে কে নিয়োগ করেছেন? উঃ- সোনু সুদ
৩০) সংযুক্ত আরব আমিরশাহী এর প্রথম মহিলা মহাকাশচারী এর নাম কি? উঃ- নোরা আল মাতরোশি

 

৩১) ন্যাশনাল কাউন্সিল অব অয়াপ্লায়েড ইকনমিক রিসার্চ এর নতুন ডিরেক্টর কে হলেন?  উঃ- পুনম গুপ্ত
৩২) সহজ পদ্ধতিতে সংস্কৃত শেখার জন্য ভারত সরকার কর্তৃক চালু করা মোবাইল অ্যাপটির নাম কি? উঃ- লিটিল গুরু
৩৩) কোন পৌর কর্পোরেশন ভারতের প্রথম সবুজ পৌরসভা বন্ড চালু করেছে? উঃ- গাজিয়াবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশান
৩৪) আন্তর্জাতিক পাগড়ি দিবস প্রতিবছর কবে পালন করা হয়? উঃ- ১৩ এপ্রিল
৩৫) বিশ্ব শিল্প দিবস প্রতি বছর কোন দিনটিতে পালন করা হয়? উঃ- ১৫ এপ্রিল
৩৬) ভারতের প্রথম ভাসমান স্টোরেজ অ্যান্ড রেজিফিকেশন ইউনিট (এফএসআরইউ) দেশের কোন রাজ্যে চালু করা হচ্ছে? উঃ- মহারাষ্ট্র
৩৭) ২০২১ সালের মার্চ মাসে আইসিসির সেরা পুরুষ খেলোয়াড় হিসাবে নির্বাচিত হয়েছেন কে? উঃ- ভুবনেশ্বর কুমার
৩৮) ২০২১ সালের মার্চ মাসে আইসিসির সেরা মহিলা খেলোয়াড় হিসাবে নির্বাচিত হয়েছেন কে? উঃ- লিজেল লি
৩৯) ভারত সরকারের প্রিন্সিপাল সায়েন্টিফিক অ্যাডভাইজার অফিস কর্তৃক স্কেলযোগ্য, সুরক্ষিত এবং ডিজিটাল প্ল্যাটফর্মগুলিতে নাগরিকদের সম্প্রদায়ের মানসিক-স্বাস্থ্য সুরক্ষার জন্য চালু করা মোবাইল অ্যাপটির নাম কি?  উঃ- মানস

 

 

 

 

 

সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি , এপ্রিল-২০২১ (দ্বিতীয় সপ্তাহ) পিডিএফ -বাংলা 

 

CA-March-2021-3rd-week..

 

 

 

 

 

আরও পড়ুন 

 

 

 

 

 

 

 

 

বিঃদ্রঃ – চাকরিবাজার কোনও সরকারী প্রতিষ্ঠান নয় বা কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত নয় । চাকরিবাজারে লেখা তথ্য গুলি বিভিন্ন সর্বভারতীয় পত্রিকা এবং বিভিন্ন চাকরী সংক্রান্ত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয় । বিস্তারিত তথ্য চাকরি প্রদানকারী সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে । আমাদের কাজ হ’ল পরীক্ষার্থীদের তাৎক্ষণিক তথ্য দেওয়া যা কোনও আইনী দলিল গঠন করে না । যদিও চাকরিবাজারে তথ্য সহজেই উপলব্ধ করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়েছে । আমরা যতটা সম্ভব খাঁটি লেখার চেষ্টা করি । কাজগুলি কোনও ব্যক্তির বা কোনও কিছুর ক্ষতির জন্য দায়ী নয়। এখানে ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ত্রুটি বা অপ্রতুলতা হতে পারে। আবেদনকারী দের আবেদনের আগে চাকরীপ্রদানকারী সংস্থার ওয়েবসাইট ক্ষতিয়ে দেখে নিতে বলা হচ্ছে।

 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।