সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি

 

চাকরি বাজারের সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি বিভাগে সকলকে স্বাগত। এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি । এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এস এস সি, পি এস সি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ার ফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ  প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি।

 

সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি , মার্চ – ২০২১

মাস – মার্চ, সপ্তাহ – তৃতীয় , (১৬-০৩-২০২১ থেকে – ২২-০৩-২০২১)

 

আজকের পর্বে আমরা আলোচনা করলাম সাম্প্রতিক ঘটনাবলী, মার্চ ২০২১, তৃতীয় সপ্তাহ নিয়ে। ১৬-০৩-২০২১ তারিখ থেকে ২২-০৩-২০২১ তারিখ পর্যন্ত মার্চ মাসে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনা গুলি প্রশ্ন  ও উত্তর আকারে তুলে ধরা হল। আসন্ন বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বিভাগটি পরীক্ষার্থীদের জন্য খুবই সহায়ক হবে। তাই আপনার জি কে এর ভান্ডার কে আরও মজবুত করতে অন্যান্য বিষয়ের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটিও নিয়মিত অনুসরণ করুন। সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি। 

 

প্রশ্ন

উত্তর 

১) আই এম এফ এর তথ্য অনুসারে সম্প্রতি কোন দেশের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বিশ্বের মধ্যে বৃহত্তম।  উঃ- চিন 
২) আন্তর্জাতিক ক্রেতা সুরক্ষা দিবস ২০২১ এর থিম কি ছিল।  উঃ- প্লাস্টিক দূষণ মোকাবিলা
৩) ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক এর এক্সেকিউটিভ দিরেক্টর পদে নিযুক্ত হলেন কে। উঃ- এস. শ্রীমতি 
৪) গ্রামি অ্যাওয়ার্ড ২০২১ এ ‘অ্যালবাম অফ দ্য ইয়ার’ পুরস্কার জিতেছে কোন সংগীত অ্যালবাম।  উঃ-  ফোকলোরি 
৫)  টপ-২০ গ্লোবাল ওমেন অফ এক্সেলেন্স ২০২১  অ্যাওয়ার্ড পেলেন কে। উঃ- তামিলিসই সৌন্দরারাজন
৬) সম্প্রতি মারা গেলেন কজন প্রবীণ নৃত্য শিল্পী চেমেনচেরি কুনিরামান নায়ার, তিনি কোন ধরনের  নৃত্যের সঙ্গে যুক্ত ছিলেন।  উঃ- কথাকলি
৭) প্রথম ভারতীয় ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ৩০০ রান গড়ার রেকর্ড করলেন কে।   উঃ- বিরাট কোহলি 
৮) পদ্মভূষণ পুরস্কার প্রাপ্ত শিল্পী লক্ষণ পাই সম্প্রতি মারা গেলেন, তিনি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন। উঃ- চিত্রশিল্প
৯)এ রোড ম্যাপ অফ অন্ত্রাপ্রেনিওর বইটি কে লিখেছেন।   উঃ- জিতেন্দ্র গুপ্তা 
১০) ইন্ডিয়ান কাউন্সিল ফর রিসার্চ অন ইন্টার্নেশনাল ইকোনমিক রিলেশনস এর  ডিরেক্টর এবং চিফ এক্সিকিউটিভ হিসেবে নিযুক্ত হলেন কে।  উঃ- দীপক মিশ্র 
১১) আমেরিকার যুক্তরাষ্ট্রের নতুন অ্যাটর্নি জেনারেল হিসেবে নিযুক্ত হলেন কে।  উঃ- মেরিক গারল্যান্ড
১২) প্রতিবছর কোন দিনটিকে আন্তর্জাতিক ভ্যাক্সিনেশন দিবস হিসেবে পালন করা হয়ে থাকে।  উঃ- ১৬ ই মার্চ


 

১৩) সম্প্রতি কোন দেশ প্রকাশ্য স্থানে মেয়েদের বোরখা পরা নিষিদ্ধ করল।   উঃ- শ্রীলংকা
১৪) সম্প্রতি পশ্চিমবঙ্গ সরকারের নতুন ডিরেক্টর সিকিউরিটি হিসেবে নিযুক্ত করা হলো কাকে।   উঃ- জ্ঞানবন্ত সিং
১৫) সম্প্রতি আই এস আর ও যে সাউন্ড লঞ্চ করল তার নাম কি? উঃ- আর এইস ৫৬০
১৬) কালানমক রাইস ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত হলো ভারতের কোন রাজ্যে।  উঃ- উত্তর প্রদেশ (সিদ্ধার্থ নগর) 
১৭) বিশ্ব বায়ু কোয়ালিটি রিপোর্ট-২০২০’  অনুসারে পৃথিবীর সবচেয়ে দূষিত শহরের তকমা পেল কোন শহর।  উঃ-  সিনজিয়াং (চীন) 
১৮) ভারতের বৃহত্তম ভাসমান সোলার প্লান্ট তৈরি হতে চলেছে কোন রাজ্যে। উঃ- তেলেঙ্গানা
১৯) ইন্ডিয়ান সুপার লিগ ২০-২১ জয়লাভ করলো কোন দল। উঃ-  মুম্বাই সিটি এফসি
২০) ভারত সরকার কোন শহরে ‘উইন্টার স্পোর্টস ইনস্টিটিউট‘ স্থাপন করতে চলেছে। উঃ- গুলমার্গ (জম্মু ও কাশ্মীর) 
২১) টোকিও অলিম্পিক গেম -২০২১ এ প্রথম ভারতীয় তলোয়ারবিদ হিসেবে অংশগ্রহণ করতে চলেছেন কোন মহিলা প্লেয়ার।  উঃ- সি. এ. ভবানী দেবী
২২) সামুদ্রিক প্লাস্টিক বর্জ্য পদার্থ দিয়ে কম্পিউটার বানিয়ে রেকর্ড গড়লো কোন সংস্থা। উঃ- এইচ পি 
২৩) ফেডারেশন কাপ এ সম্প্রতি ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় সোনার পদক জিতলেন এস. ধনলক্ষ্মী, তিনি কত সময়ে এই দৌড় সম্পন্ন করেছেে। উঃ ১১.৩৯ সেকেন্ড 
২৪) সম্প্রতি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ কোন দুটি নদী বাঁধের উদ্বোধন করলেন। উঃ- রাসিন বাঁধ ও চিল্লিমাল বাঁধ
২৫) সম্প্রতি ইন্টার্নেশনাল টেস্ট ক্রিকেটে এক ম্যাচে সবচেয়ে বেশি অভার বল করার রেকর্ড গড়লেন রাশিদ খান তিনি কোন দেশের প্লেয়ার।  উঃ- আফগানিস্তান
২৬) মৌদুদ আহমেদ সম্প্রতি প্রয়াত হলেন তিনি কোন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন। উঃ- বাংলাদেশ 
২৭) এশিয়ান বক্সিং চাম্পিয়নশিপ ২০২১ অনুষ্ঠিত হবে কোন দেশে।  উঃ- ভারত 
২৮) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ ২০২১ এর অফিশিয়াল পার্টনার হিসেবে যুক্ত হল কোন কোম্পানি।  উঃ- আপস্টক্স 
 



২৯) সম্প্রতি  মার্চ ২০২১ এ আমেরিকার লস অ্যাঞ্জেলেস শহরে, কততম গ্র্যামি অ্যাওয়ার্ড অনুষ্ঠিত হলো। উঃ- ৬৩ তম
৩০) বিশ্বে প্রথম নিউট্রিনোর সন্ধান করার জন্য বৈকাল হ্রদের জলের নিচে টেলিস্কোপে স্থাপন করল কোন দেশের বিজ্ঞানীরা।   উঃ- রাশিয়া
৩১) বিশ্ব বায়ু কোয়ালিটি রিপোর্ট ২০২০ অনুসারে ভারতের কোন শহরটি পৃথিবীর দূষিত রাজধানীর তকমা পেল।  উঃ- দিল্লি 
৩২) বিশ্বের বৃহত্তম ভাসমান সোলার ফার্ম তৈরি করেছে কোন দেশ। উঃ- সিঙ্গাপুর 
৩৩) ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২১ অনুযায়ী ভারত পৃথিবীতে কত তম স্থান অধিকার করেছে। উঃ-১৩৯ তম  
৩৪) তানজানিয়ায় সে দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন কে। উঃ- সামিয়া সুলুহু
৩৫) ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ২০২১ অনুযায়ী কোন দেশ প্রথম স্থান অধিকার করেছে।   উঃ- ফিনল্যান্ড
৩৬) হিরো সাইকেল কোম্পানি কোন দেশে তাদের গ্লোবাল হেডকোয়ার্টার তৈরি করতে চলেছে।  উঃ- ইংল্যান্ড (লন্ডন) 
৩৭) সম্প্রতি কোন রাজ্য সরকার ‘মুখ্যমন্ত্রী চিরঞ্জীবী যোজনা‘ নামে যোজনা চালু করল। উঃ- রাজস্থান  
৩৮) গ্রাম্য অঞ্চলগুলিতে ১০ টাকায় এলইডি বাল প্রদান করতে ‘গ্রাম উজালা যোজনা’ শুরু করলো কোন সংস্থা। উঃ- সি.ই.এস.এল 
৩৯) সম্প্রতি বাঙালি লেখক মণিশংকর মুখোপাধ্যায় তার কোন রচনার জন্য ২০২০ সাহিত্য একাডেমী পুরস্কার পেলেন।    উঃ- একা একা একাশি
৪০) সম্প্রতি কোন রাজ্য সরকার বেসরকারি ক্ষেত্রে নিজো রাজ্য বাসিন্দাদের জন্য ৭৫% পদ সংরক্ষণ করল।  উঃ- ঝাড়খন্ড
৪১) প্রতিবছর কোন দিনটিতে বিশ্ব চড়ুই দিবস হিসেবে পালন করা হয়। উঃ- ২০ শে মার্চ 
৪২) সম্প্রতি নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন কোন ব্যক্তিত্ব। উঃ- মার্ক রুট
৪৩) বিশ্বের কনিষ্ঠতম ব্যক্তি হিসেবে মাত্র ৭ বছর বয়সে আফ্রিকার সর্বোচ্চ পর্বত মাউন্ট কিলিমাঞ্জারো জয় করলেন কে। উঃ-  বিরাট চন্দ্র 
৪৪) সম্প্রতি ভারতের কোন রাজ্যে বিশ্বের প্রথম বাণিজ্যিক উড়ন্ত গাড়ি নির্মাণ হতে চলেছে।  উঃ- গুজরাট
৪৫) ভারতের কোন নদীর উপর বিশ্বের সবচেয়ে বড় রেল সেতু  নির্মাণ হতে চলেছে।   উঃ- চেনাব নদী 
৪৬) সম্প্রতি দ্বিতীয় ভারতীয় ক্রিকেটার হিসেবে টি-২০ ক্রিকেট ৯০০০ রান পূর্ণ করলেন কোন ভারতীয় ক্রিকেটার।  উঃ- রোহিত শর্মা 

 

 

 

 

 

সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি , মার্চ-২০২১ (তৃতীয় সপ্তাহ) পিডিএফ -বাংলা 

 

CA-March-2021-3rd-week..

 

 

 

 

আরও পড়ুন 

 

 

 

 

 

 

 

 

বিঃদ্রঃ – চাকরিবাজার কোনও সরকারী প্রতিষ্ঠান নয় বা কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত নয় । চাকরিবাজারে লেখা তথ্য গুলি বিভিন্ন সর্বভারতীয় পত্রিকা এবং বিভিন্ন চাকরী সংক্রান্ত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয় । বিস্তারিত তথ্য চাকরি প্রদানকারী সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে । আমাদের কাজ হ’ল পরীক্ষার্থীদের তাৎক্ষণিক তথ্য দেওয়া যা কোনও আইনী দলিল গঠন করে না । যদিও চাকরিবাজারে তথ্য সহজেই উপলব্ধ করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়েছে । আমরা যতটা সম্ভব খাঁটি লেখার চেষ্টা করি । কাজগুলি কোনও ব্যক্তির বা কোনও কিছুর ক্ষতির জন্য দায়ী নয়। এখানে ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ত্রুটি বা অপ্রতুলতা হতে পারে। আবেদনকারী দের আবেদনের আগে চাকরীপ্রদানকারী সংস্থার ওয়েবসাইট ক্ষতিয়ে দেখে নিতে বলা হচ্ছে।

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।