চাকরি বাজারের সাধারন জ্ঞান বিভাগে সকলকে স্বাগত, আজকে আমরা বিভিন্ন দেশের জাতীয় পশু সমূহ নিয়ে আলোচনা করব। এই বিভাগে কেন্দ্র ও রাজ্য সরকারি সহ সমস্থ প্রতিযোগিতা মূলক পরীক্ষার উপযোগী জি. কে. বিষয়ে আলোচনা করা হয়ে থাকে। এই বিভাগটি রেল, ব্যাংক, এস এস সি, পি এস সি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ার ফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। তাই আপনার সাধারণ জ্ঞানের ভান্ডার কে বৃধি করার জন্য অবশ্যই এই বিভাগটি ফলো করুন।
বিভিন্ন দেশের জাতীয় পশু সমূহ |
|
|
আজকের জি. কে. পাঠে বিভিন্ন দেশের জাতীয় পশু সমূহ সম্পর্কে আলোচনা করা হল। প্রত্যেক দেশের তার নিজস্ব জাতীয় পশু আছে। যেমন ভারতের জাতীয় পশু হল বাঘ। এইরকম প্রত্যেক দেশের তার নিজস্ব জাতীয় পশু রয়েছে। এই বিভাগ থেকে বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সময় নানান ধরনের প্রশ্ন এসেছে। বিশেষত রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই বিভাগ থেকে কমন প্রশ্ন এসে থাকে। তাই আমরা পরীক্ষার্থীদের সুবিধার্থে বিস্তৃতভাবে বিভিন্ন দেশের জাতীয় পশু গুলি নিয়ে আলোচনা করলাম।
|
|
দেশের নাম |
জাতীয় পশু |
| ১) অস্ট্রেলিয়া – | ক্যাঙ্গারু |
| ২) আজারবাইজান – | কারাবাখ ঘোড়া |
| ৩) আমেরিকা – | আমেরিকান বাইসন |
| ৪) আর্জেন্টিনা – | পুমা |
| ৫) আফগানিস্তান – | পোলো শিপ |
| ৬) আয়ারল্যান্ড – | লাল হরিণ |
| ৭) ইজরাইল – | হরিণ |
| ৮) ইরান – | এশিয়ান সিংহ |
| ৯) ইন্দোনেশিয়া – | কোমোডো ড্রাগন |
| ১০) ইংল্যান্ড – | সিংহ |
| ১১) কাতার – | কৃষ্ণসার হরিণ |
| ১২) কোস্টারিকা – | সাদা লেজওয়ালা হরিণ |
| ১৩) কেনিয়া – | সিংহ |
| ১৪) কানাডা – | বীবর |
| ১৫) চায়না – | বড় আকৃতির পান্ডা / ড্রাগন |
| ১৬) জাপান – | কই |
| ১৭) দক্ষিণ কোরিয়া – | সাইবেরিয়ান বাঘ |
| ১৮) নেপাল – | গরু |
| ১৯) নরওয়ে – | সিংহ |
| ২০) নিউজিল্যান্ড – | মুস |
| ২১) নেদারল্যান্ড – | সিংহ |
| ২২) পাকিস্তান – | মারখোর |
| ২৩) পেরু – | ভেকিউনা |
| ২৪) পোল্যান্ড – | ইউরোপিয়ান বাইসন |
| ২৫) পর্তুগাল – | নেকড়ে |
| ২৬) ফিনল্যান্ড – | বাদামি ভাল্লুক |
| ২৭) বুলগেরিয়া – | সিংহ |
| ২৮) বেলিজ – | টিপর |
| ২৯) বাংলাদেশ – | বেঙ্গল টাইগার |
| ৩০) বেলজিয়াম – | বেলজিক সিংহ |
| ৩১) বেলারুশ – | ইউরোপিয়ান বাইসন |
| ৩২) ভারত – | রয়েল বেঙ্গল টাইগার |
| ৩৩) ভুটান – | টাকিন |
| ৩৪) মরক্কো – | সিংহ |
| ৩৫) মালেশিয়া – | মালায়ান বাঘ |
| ৩৬) মাল্টা – | ফ্যারাও হাউন্ড |
| ৩৭) মাদাগাস্কার – | লেমুর |
| ৩৮) মেক্সিকো – | জাগুয়ার |
| ৩৯) রাশিয়া – | বাদামি ভাল্লুক |
| ৪০) রোমানিয়া – | লিংক্স |
| ৪১) শ্রীলংকা – | সিংহ |
| ৪২) সার্বিয়া – | নেকড়ে |
| ৪৩) সিঙ্গাপুর – | সিংহ |
| ৪৪) সোমালিয়া – | চিতা |
| ৪৫) স্পেন – | ষাঁড় |
| ৪৬) হংকং – | ডলফিন |
| ৪৭) হন্ডুরাস – | সাদা লেজওয়ালা হরিণ |
আরও পড়ুন |
|
