সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি

 

চাকরি বাজারের সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি বিভাগে সকলকে স্বাগত। এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি । এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এস এস সি, পি এস সি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ার ফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ  প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী।

 

সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি , মার্চ – ২০২১

মাস – মার্চ, সপ্তাহ – দ্বিতীয় , (০৮-০৩-২০২১ থেকে – ১৫-০৩-২০২১)

 

আজকের কারেন্ট অ্যাফেয়ার্স পর্বে আমরা আলোচনা করলাম সাম্প্রতিক ঘটনাবলী, মার্চ ২০২১, দ্বিতীয় সপ্তাহ নিয়ে। ০৮-০৩-২০২১ তারিখ থেকে ১৫-০৩-২০২১ তারিখ পর্যন্ত মার্চ মাসে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনা গুলি প্রশ্ন  ও উত্তর আকারে তুলে ধরা হল। আসন্ন বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বিভাগটি পরীক্ষার্থীদের জন্য খুবই সহায়ক হবে। তাই আপনার জি কে এর ভান্ডার কে আরও মজবুত করতে অন্যান্য বিষয়ের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটিও নিয়মিত অনুসরণ করুন। সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি

 

প্রশ্ন

উত্তর 

১) সম্প্রতি ইংল্যান্ড ক্রিকেট টিমের ব্যাটিং কোচ হিসেবে নিযুক্ত হলেন কে? উঃ- মার্কাস ট্রেসকোথিক 
২) হরিয়ানার কুস্তি প্লেয়ার বজরং পুনিয়া সম্প্রতি মেট্রো প্যলিকন রেংকিং সিরিজে কত কেজি বিভাগে সোনার পদক জিতেছেন। উঃ- ৬৫ কেজি বিভাগে
৩) সম্প্রতি ডি আর ডি ও কোথায় সলিড ফুয়েল ডেকেড রামজেট-র সফল পরীক্ষা সম্পন্ন করল? উঃ- ওড়িশা
৪) বিচারপতি শ্রী অংশুমান সিং সম্প্রতি মারা গেছেন। তিনি কোন রাজ্যের প্রাক্তন রাজ্যপাল ছিলেন? উঃ- রাজস্থান
৫) সম্প্রতি উড়িষ্যার কোন জাতীয় উদ্যান টি দাবানলের কবলে পড়ে জ্বলছে? উঃ- সিমিলিপাল জাতীয় উদ্যান
৬) মধ্যস্থতাকারী বিধিবিধানের শর্তে “উপযুক্ত এবং যথাযথ” মানদণ্ডে ব্যর্থতার কারণে সেবি সম্প্রতি সাহারা ইন্ডিয়া ফিন্যান্সিয়াল কর্পোরেশন লিমিটেডের রেজিস্বাত্তট্রেশন বাতিল করেছে। সংস্থাটি কোন রাজ্যে আবস্থিত? উঃ- উত্তর প্রদেশ
৭) সম্প্রতি ভারতের কোন রাজ্যে খননকার্যের সময় বৌদ্ধ বিহার মূর্তি আবিষ্কৃত হলো? উঃ- ঝাড়খণ্ড
৮) ভারতের সর্বপ্রথম ‘হিজড়া সম্প্রদায় ডেস্ক’ কোন শহরে প্রতিষ্ঠিত হয়েছে? উঃ- হায়দ্রাবাদ 
৯) প্রাক্তন ভারতীয় খেলোয়াড় ইশার সিং দেওল মারা গেছেন। তিনি কোন খেলার সাথে যুক্ত ছিলেন? উঃ- অ্যাথলেটিক্স
১০) দেশের প্রথম ইঞ্জিনিয়ারিং রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট পলিসি চালু করলো কোন রাজ্য সরকার? উঃ- কর্ণাটক 
১১) রাজ্যের কৃষকদের সুবিধার্থে কোন রাজ্য সরকার “এক থালি এক তরকারি যোজনা ” চালু করল। উঃ- উত্তর প্রদেশ
১২) প্রথম আফ্রিকান দেশ হিসেবে করোনা ভাইরাসের টিকা কোভ্যাকসিন দেওয়া চালু করল কোন দেশ? উঃ- জিম্বাবয়ে 
১৩) আন্তর্জাতিক নারী দিবসে কোন ভারতীয় নারী ‘হার সার্কের‘ নামে ইনিশিয়েটিভ চালু করল। উঃ- নিতা আম্বানি
১৪) জনৌষধি দিবস ২০২১ এর থিমটি কী ছিল। উঃ- জনৌষধি – সেবা ভি, রোজগার ভি 
১৫) নওরীন হাসান সম্প্রতি কোন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হলেন।   উঃ- ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক অফ নিউইয়র্ক
১৬) আন্তর্জাতিক নারী দিবস ২০২১ এর থিম কী ছিল? উঃ- নেতৃত্বাধীন মহিলা: একটি কভিড -১৯ বিশ্বে সমান ভবিষ্যত অর্জন
১৭) আন্তর্জাতিক নারী দিবসে কোন সংস্থা ‘উইমেন উইল‘ নামে ওয়েব পোর্টাল চালু করল। উঃ- গুগোল 
১৮) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সম্প্রতি কোন শহরে ৭৫০০ তম মহৌষধি কেন্দ্রের উদ্বোধন করলেন। উঃ- শিলং শহরে  
১৯) প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সম্প্রতি কোন দেশের সাথে যোগাযোগ জোরদার করতে ‘মৈত্রী সেতু’ সেতুর উদ্বোধন করলেন। উঃ- বাংলাদেশ 

 

২০) সম্প্রতি কোন ভারতীয় ব্যাংক সেনাদের বেতন পরিচালনার জন্য ভারতীয় সেনাবাহিনীর মউ স্বাক্ষর করলো। উঃ- কোটাক মাহিন্দ্রা ব্যাংক
২১) ইকোনমিক্স ফ্রিডম ইন্ডেস্ক ২০২১ এ কোন দেশ প্রথম স্থান অধিকার করেছে। উঃ- সিঙ্গাপুর
২২) ‘ডাইনেস্টি টু ডেমোক্রেসি’: দ্যা আনটোল্ড স্টোরি অফ স্মৃতি ইরানি, বইটি কে লিখেছেন। উঃ- অনন্ত বিজয়
২৩) কে ‘এশিয়া প্যাসিফিক রুরাল অ্যান্ড এগ্রিকালচারাল ক্রেডিট অ্যাসোসিয়েশনের’ নতুন চেয়ারম্যান পদে নিয়োগ হলেন। উঃ- জি.আর. চিন্তলা
২৪) কোন সংস্থা এ আই গেম চেঞ্জার প্রোগ্রাম লঞ্চ করলো। উঃ- ন্যাসকম
২৫) ত্রিবেন্দ্র সিং রাওয়াত সম্প্রতি কোন রাজ্যের মুখ্যমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন? উঃ- উত্তরাখণ্ড
২৬) সদ্য উদ্বোধিত মৈত্রী সেতুটি কোন নদীর উপর প্রতিষ্ঠিত হয়েছে? উঃ- ফেনী
২৭) সম্প্রতি উত্তরাখণ্ডের নতুন মুখ্যমন্ত্রী পদে নিযুক্ত হলেন কে ?  উঃ- তিরাঠ সিং রাওয়াত
২৮) কোন রাজ্য সরকার যুবকদের বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের জন্য আইবিএম এর সাথে চুক্তি স্বাক্ষর করল।  উঃ- গোয়া
২৯) বি ডাব্লু এফ সুইস ওপেন সুপার ৩০০ এ পুরুষদের একক বিভাগে বিজয়ীর কে হলেন।  উঃ- ভিক্টর অ্যাক্সেলসন
৩০) আন্তর্জাতিক নারী দিবসে কোন কেন্দ্রশাসিত অঞ্চল মেধাবী ছাত্রীদের জন্য “সুপার-৭৫” স্কলারশিপ স্কিম চালু করলো। উঃ- জম্মু ও কাশ্মীর 
৩১) দেশের সর্ববৃহৎ কিডনি ডায়ালাইসিস হসপিটাল তৈরি হলো ভারতের কোথায়।  উঃ- দিল্লিতে
৩২) ২০২১-২২ অর্থবর্ষে জন্য ও ই সি ডি অনুসারে ভারতীয় অর্থনীতির প্রত্যাশিত বৃদ্ধির হার কত শতাংশ? উঃ-  ১২.৬% 
৩৩) প্রথম ভারতীয় অভিনেতা হিসেবে ইন্টারন্যাশনাল ফেডারেশন অব ফিল্ম অ্যাচিভ আওয়ার্ড পেতে চলেছেন কোন ব্যক্তিত্ব।  উঃ- অমিতাভ বচ্চন 
৩৪) মহামাদৌ ইসুফুআফ্রিকান নেতৃত্বের অর্জনের জন্য ২০২০ সালের ইব্রাহিম পুরস্কার” জিতেছেন। তিনি কোন দেশের রাষ্ট্রপতি? উঃ- নাইজার
৩৫) সম্প্রতি কোন দাবা খেলোয়াড় বি বি সি ইন্ডিয়ান স্পোর্টসওম্যান অব দ্য ইয়ার নির্বাচিত হলেন। উঃ- কেনেরু হাম্পি 
৩৬) প্রতিবছর ১০ ই মার্চ দিনটি সি আই এস এফ এর প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করা হয়ে থাকে, এবছর ২০২১ সালে তাদের কত তম প্রতিষ্ঠা দিবস পালন করা হলো। উঃ- ৫২ তম 
৩৭) সম্প্রতি যৌথ সামরিক মহড়া “ডাস্টলিক-২” কোন দুটি দেশের মধ্যে অনুষ্ঠিত হলো। উঃ- ভারত ও উজবেকিস্তান  
৩৮) ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এর ইয়াং গ্লোবাল লিডার হিসাবে নির্বাচিত হলেন কোন বলিউড অভিনেত্রী। উঃ- দিপিকা পাদুকন

 

৩৯) সম্প্রতি উড়িষ্যা সরকার তপশিলি জাতি ও উপজাতি শিক্ষার্থীদের বৃত্তির জন্য কত কোটি টাকা বরাদ্দ করল। উঃ- ১০১ কোটি 
৪০) ভারতীয় গ্যাস এক্সচেঞ্জের (আইজিএক্স) এর সর্বোচ্চ সংস্থার মালিক হলেন কোন সংস্থা? উঃ- ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ
৪১) গ্রীন কুইন্স অফ ইন্ডিয়া – এ নেশনস প্রাইড” নামে বইটি প্রকাশ করেছেন কোন কেন্দ্রীয় মন্ত্রী।  উঃ- প্রকাশ জাভাদেকার 
৪২) সম্প্রতি ২০২১ এ ভারত মহাত্মা গান্ধীর ডান্ডি অভিযানের কততম বর্ষ পালন করল।  উঃ- ৯১ তম 
৪৩) ব্যাঙ্ক অফ বরোদার এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত হলেন কোন ব্যক্তিত্ব।  উঃ- দেবদত্ত  চাঁদ
৪৪) সম্প্রতি কোন দুটি দেশ চাঁদে ইন্টার্নেশনাল সাইন্টিফিক লুনার স্পেস স্টেশন স্থাপনের জন্য মউ স্বাক্ষর করলেন।  উঃ- রাশিয়া এবং চীন
৪৫)কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্প্রতি বীমা খাতে এফডিআই সীমা কত শতাংশে বাড়ানোর অনুমোদন দিয়েছে? উঃ- ৭৪ শতাংশ
৪৬) হেরিটেজ ফাউন্ডেশন এর তথ্য অনুযায়ী “ইকোনমিক ফ্রিডম ইনডেক্স ২০২১” এ ভারতের স্থান কততম। উঃ- ১২১ তম 
৪৭) হেরিটেজ ফাউন্ডেশন এর তথ্য অনুযায়ী “ইকোনমিক ফ্রিডম ইনডেক্স ২০২১” এ কোন দেশ শীর্ষস্থানে আছে।  উঃ- সিঙ্গাপুর
৪৮) কোন রাজ্যে বৃহত্তম ভাসমান সোলার প্লান্ট নির্মাণ হতে চলেছে।  উঃ- মধ্যপ্রদেশ
৪৯ এয়ারসেল কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর এবং সি ই ও পদে নিযুক্ত হলেন কে।   উঃ- পল্লব মহাপাত্র
৫০) মাহিন্দ্রা লজিস্টিকস -এর চেয়ারম্যান হিসেবে সম্প্রতি নিযুক্ত হলেন কে।  উঃ- অনিস শাহ 
৫১) সম্প্রতিক কে ইন্ডিয়ান ব্যাংকের এক্সিকিউটিভ ডিরেক্টর পদে নিযুক্ত হলেন।  উঃ- ইমরান আমিন সিদ্দিকী
৫২) প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১০০০০ রান করার রেকর্ড গড়লেন কে।  উঃ- মিতালি রাজ
৫৩) ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট পদে পুনরায় নিযুক্ত হলেন কোন ব্যক্তিত্ব।  উঃ- থমাস বাচ
৫৪) আন্তর্জাতিক গণিত দিবস ২০২১ এর থিম কি ছিল।  উঃ- ম্যাথমেটিক্স ফর এ বেটার ওয়াল্ড
৫৫) বর্তমানে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটারের নাম কি।  উঃ- ফুগাকু 
৫৬) ‘ওয়ান নেশন-ওয়ান রেশন কার্ড’ সিস্টেমের আওতায় সরকারের চালু করা মেরা রেশন মোবাইল অ্যাপটি তৈরি করেছে কোন সংস্থা। উঃ- জাতীয় তথ্য কেন্দ্র (এনআইসি)

 

 

 

 

সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি , মার্চ-২০২১ (দ্বিতীয় সপ্তাহ) পিডিএফ -বাংলা 

 

সাপ্তাহিক-সাম্প্রতিক-ঘটনাবলি-মার্চ-২০২১-দ্বিতীয়-সপ্তাহ.

 

 

 

আরও পড়ুন 

 

 

 

 

 

 

 

বিঃদ্রঃ – চাকরিবাজার কোনও সরকারী প্রতিষ্ঠান নয় বা কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত নয় । চাকরিবাজারে লেখা তথ্য গুলি বিভিন্ন সর্বভারতীয় পত্রিকা এবং বিভিন্ন চাকরী সংক্রান্ত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয় । বিস্তারিত তথ্য চাকরি প্রদানকারী সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে । আমাদের কাজ হ’ল পরীক্ষার্থীদের তাৎক্ষণিক তথ্য দেওয়া যা কোনও আইনী দলিল গঠন করে না । যদিও চাকরিবাজারে তথ্য সহজেই উপলব্ধ করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়েছে । আমরা যতটা সম্ভব খাঁটি লেখার চেষ্টা করি । কাজগুলি কোনও ব্যক্তির বা কোনও কিছুর ক্ষতির জন্য দায়ী নয়। এখানে ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ত্রুটি বা অপ্রতুলতা হতে পারে। আবেদনকারী দের আবেদনের আগে চাকরীপ্রদানকারী সংস্থার ওয়েবসাইট ক্ষতিয়ে দেখে নিতে বলা হচ্ছে।

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।