Current affairs 2021 PDF এর মাধ্যমে চাকরি বাজারের সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি গুলিকে প্রকাশ করে থাকে। এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী কারেন্ট অ্যাফেয়ার্স তুলে ধরি। এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এসএসসি, পিএসসি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ারফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী। সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি।
আজকের পর্বে আমরা আলোচনা করলাম সাম্প্রতিক ঘটনাবলী, অক্টোবর ২০২১, প্রথম সপ্তাহ নিয়ে। ০১-১০-২০২১ তারিখ থেকে ০৭-১০-২০২১ তারিখ পর্যন্ত অক্টোবর মাসে ঘটা গুরুত্বপূর্ণ ঘটনা গুলি প্রশ্ন ও উত্তর আকারে তুলে ধরা হল। আসন্ন বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বিভাগটি পরীক্ষার্থীদের জন্য খুবই সহায়ক হবে। তাই আপনার জি কে এর ভান্ডার কে আরও মজবুত করতে অন্যান্য বিষয়ের সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স বিভাগটিও নিয়মিত অনুসরণ করুন।
Weekly current affairs PDF BengaliContents মাস – অক্টোবর, সপ্তাহ – প্রথম , (০১-১০-২০২১ থেকে ০৭-১০-২০২১) |
√ ১) ভারতে ন্যাশনাল বাস্কেটবল অ্যাসোসিয়েশান এর ব্রান্ড অ্যামব্যাসাডর কে নিযুক্ত হলেন? | উঃ- রণবীর সিং |
√ ২) সম্প্রতি উত্তর কোরিয়া কোন হাইপারসনিক মিসাইল এর সফল পরীক্ষা সম্পন্ন করল? |
উঃ- Hwasong – 8 |
√ ৩) কোন দেশ সম্প্রতি সম লিঙ্গের বিবাহ কে বৈধ ঘোষণা করল? | উঃ- সুইজারল্যান্ড |
√ ৪) সম্প্রতি কোন ভারতীয় সংগঠন আর্থিক পরিষেবা সংস্থা DHFL কে অধিগ্রহণ করেছে? | উঃ- পিরামাল এন্টারপ্রাইস |
√ ৫) সম্প্রতি কোন ভারতিয় হকি খেলোয়াড় হকি থেকে অবসর নিলেন? | উঃ- রুপিন্দর পাল সিং |
√ ৬) ন্যাশনাল সিকিউরিটিস ডিপসিটরি লিমিটেড এর নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং সি ই ও পদে কে নিযুক্ত হলেন? | উঃ- Padmaja Chunduru |
√ ৭) সম্প্রতি ইন্দ্রা নুই এর লেখা বই এর নাম কি? | উঃ- মাই লাইফ ইন ফুল |
√ ৮) প্রতি বছর কোন দিনটিকে আন্তর্জাতিক অহিংস দিবস হিসেবে পালন করা হয়? | উঃ- ০২ অক্টোবর |
√ ৯) সরকারের তথ্য অনুযায়ী, ২০২১-২০২২ এর জুলাই-সেপ্টেম্বর ত্রৈমাসিকে ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সর্বোচ্চ অবদানকারী ছিল কোন রাজ্য? | উঃ- পশ্চিমবঙ্গ |
√ ১০) “স্বচ্ছ ভারত মিশন” প্রকল্পের দ্বিতীয় ধাপে কত পরিমাণ অর্থ বরাদ্দ করা হয়েছে? | উঃ- ১.৪১ লক্ষ কোটি |
√ ১১) IAF- এর নতুন বিমান বাহিনী প্রধান হিসেবে কে নিযুক্ত হয়েছেন? | উঃ- বিবেক রাম চৌধুরী |
√ ১২) শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় যুবকদের মধ্যে ডিজিটাল দক্ষতা প্রদান করার জন্য কোন কোম্পানির সাথে যৌথভাবে ডিজি সক্ষম প্রোগ্রাম চালু করেছে? | উঃ- মাইক্রোসফট |
√ ১৩) কোন ভারতীয় সংস্থা ২০২১ সালে রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ডে সম্মানিত হয়েছে? | উঃ- লিগাল ইনিসিয়েটিভ ফর ফরেস্ট অ্যান্ড এনভায়রনমেন্ট (দিল্লী) |
√ ১৪) ইউএস ইন্ডিয়া বিজনেস কাউন্সিলের সভাপতি কে হলেন? | উঃ- নিশা দেশাই বিসওয়াল |
√ ১৫) ক্রেডিট রেটিং ইনফর্মেশান সার্ভিসেস অব ইন্ডিয়া লিমিটেড এর নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং সি ই ও কে হলেন? | উঃ- অমিশ মেহতা |
√ ১৬) প্রতি বছর কোন দিনটিকে বিশ্ব হাসি দিবস হিসেবে পালন করা হয়ে থাকে? | উঃ- ১ লা অক্টোবর |
√ ১৭) ইন্ডিয়ান এয়ার ফোর্স এর নতুন ভাইস-চিফ পদে কে নির্বাচিত গলেন? | উঃ- সন্দীপ সিং |
√ ১৮) সম্প্রতি উপ-রাষ্ট্রপতি শ্রী এম. ভেঙ্কাইয়া নাইডু বয়স্ক নাগরিকদের জন্য যে দুটি অনলাইন পোর্টাল চালু করেছেন তার নাম কি? | উঃ- SAGE এবং SACRED |
√ ১৯) সম্প্রতি ভারত এবং শ্রীলঙ্কা এর মধ্যে অনুষ্ঠিত হতে চলা সামরিক অনুশীলন এর নাম কি? | উঃ- মিত্র শক্তি ২০২১ |
√ ২০) বিশ্বের বৃহত্তম খাদি জাতীয় পতাকা সম্প্রতি ভারতের কোন স্থানে উন্মোচিত হয়েছে? | উঃ- লাদাখ |
√ ২১) জাতীয় মহিলা বক্সিং চ্যাম্পিয়নশিপ কোথায় অনুষ্ঠিত হতে চলেছে? | উঃ- কর্ণাটক |
√ ২২) ভারতীয় জীবন বিমা নিগম এর ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন? | উঃ- B C Patnaik |
√ ২৩) সম্প্রতি ভারত সরকার এর প্রধান হাইড্রোগ্রাফার পদে কে নিযুক্ত হলেন? | উঃ- অধির আরোরা |
√ ২৪) প্রতি বছর কোন দিনটিকে বিশ্ব প্রাণী দিবস হিসেবে পালন করা হয়? | উঃ- ৪ অক্টোবর |
√ ২৫) কোন কোম্পানি সম্প্রতি ডিজিটাল লেনদেন স্টার্টআপ ক্রেডিটমেটে এর ১০০% কিনে নিয়েছে? | উঃ- পে টি এম |
√ ২৬) সম্প্রতি বিশ্ব ব্যাঙ্ক চেন্নাই শহরের উন্নতির জন্য কত পরিমাণ ঋণ দিল? | উঃ- ১৫০ মিলিয়ন ডলার |
√ ২৭) টিউনিশিয়া এর প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে হলেন? | উঃ- Najla Bouden Romdhane |
√ ২৮) ২০২১ সালে ভারতীয় টেবিল টেনিস দল এশিয়ান টেবিল টেনিস প্রতিযোগিতায় কোন পদক জিতেছে? | উঃ- ব্রোঞ্জ পদক |
√ ২৯) সম্প্রতি বিশ্ব ব্যাঙ্ক মেঘালয় এর স্বাস্থ্য খাতে উন্নতিওর জন্য কত পরিমাণ অর্থ সাহায্য প্রদান করল? | উঃ- ৪০ মিলিয়ন ডলার |
√ ৩০) সম্প্রতি কোন দল ১৩০ তম ডুরান্ড কাপ জিতল? | উঃ- গোয়া ফুটবল ক্লাব |
√ ৩১) সম্প্রতি কোন রাজ্য সাদা পেঁআজ এর জন্য জিওগ্রাফিক্যাল ইন্ডিকেশান এর ট্যাগ পেল? | উঃ- মহারাষ্ট্র |
√ ৩২) মেডিসিনে ২০২১ সালে নোবেল পুরস্কার পেয়েছেন কারা? | উঃ- David Julius এবং Ardem Patapoutian |
√ ৩৩) কর্ণাটক এর নতুন জেলা এর নাম কি? | উঃ- বিজয়নগর |
√ ৩৪) ২০২১ সালে পদার্থবিদ্যা তে নোবেল পুরস্কার পেলেন কারা? | উঃ- Giorgio Parisi, Syukuro Manabe, Klaus Hasselmann |
√ ৩৫) ভারতের কোন রাজ্যে দেশের প্রথম অর্গানিক পদ্ধতিতে দারুচিনি চাষ শুরু করা হল? | উঃ- হিমাচল প্রদেশ |
√ ৩৬) ইন্ডিয়ান স্টিল অ্যাসোসিয়েশান এর নতুন সেক্রেটারি জেনারেল কে হলেন? | উঃ- অলোক সহায় |
√ ৩৭) সম্প্রতি পশ্চিমবঙ্গের কোন মিষ্টি বাহরিন রপ্তানি করা হল? | উঃ- মিহিদানা |
√ ৩৮) উত্তর-পূর্ব রাজ্যগুলির জন্য ড্রোন-ভিত্তিক ভ্যাকসিন বিতরণ মডেল আই-ড্রোন, কোন সংস্থা দ্বারা তৈরি করা হয়েছে? | উঃ- ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ |
√ ৩৯) সম্প্রতি কোন শহরে মহাবাহু ব্রহ্মপুত্র রিভার হেরিটেজ সেন্টার উদ্বোধন করা হয়েছে? | উঃ- গুয়াহাটি |
√ ৪০) ৫ বছরে কতগুলি পিএম মিত্র মেগা টেক্সটাইল পার্ক সরকার অনুমোদন করেছে? | উঃ- ৭ টি |
√ ৪১) কোন ব্যাংক আইএনএস বিক্রমাদিত্যে ভারতীয় নৌবাহিনীর জন্য NAV-eCash কার্ড চালু করেছে? | উঃ- স্টেট ব্যাঙ্ক |
√ ৪২) ২০২১ সালে রসায়নে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম কি? | উঃ- Benjamin List এবং David MacMillan |
Weekly current affairs 2021 PDF October 1st week Download pdf
আরও পড়ুন |
|
|