বাংলায় দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স - 08 থেকে 15 অক্টোবর 2020 দ্বিতীয় সপ্তাহ

বাংলায় দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স – 08 থেকে 15 অক্টোবর 2020

মাস – অক্টোবর, সপ্তাহ – দ্বিতীয়, (০৮-১০-২০২০ থেকে ১৫-১০-২০২০)

 

       চাকরি বাজারের সাম্প্রতিক ঘটনাবলী বিভাগে সকলকে স্বাগত জানাই এই বিভাগে আমরা কেন্দ্র রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী সাম্প্রতিক ঘটনাবলী তুলে ধরি এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এস এস সি, পি এস সি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ার ফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী তাই আপনার সাধারণ জ্ঞানের ভান্ডার কে বৃধি করার জন্য অবশ্যই এই বিভাগটি কে ফলো করুন । সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি অক্টোবর

 

১. ১২ তম ব্রিকস সামিট ২০২০ কোন দেশ সভাপতিত্ব করতে চলেছে? উঃ – রাশিয়া
২. সম্প্রতি কোন সংস্থা ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য “মেক স্মল স্ট্রং” নামে একটি অভিযান শুরু করেছে? উঃ – গুগোল ইন্ডিয়া
৩. “বিউরো অব সিভিল এভিয়েশান সিকিউরিটি”  এর ডিরেক্টর জেনারেল হিসেবে নিযুক্ত হলেন? উঃ – এম এ  গনপতি
৪.   সম্প্রতি আফগানিস্তানের কোন যুবক ক্রিকেটার রোড এক্সিডেন্ট এ মারা গেলেন? উঃ – নাজিব তারকাই
৫.  সম্প্রতি কোন রাজ্য ইউটিউবে দিস্তাভো নামে অনলাইন ই লার্নিং প্লাটফর্ম শুরু করেছে? উঃ – গোয়া
৬.  ‘ভারতীয় স্টেট ব্যাঙ্ক’ এর নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন কে? উঃ –  দীনেশ খাড়া
৭.  সম্প্রতি ‘দূষণের বিরুদ্ধে যুদ্ধ” নামে ক্যাম্পেইন শুরু করল কোন রাজ্য সরকার? উঃ – দিল্লি
৮.  সম্প্রতি কোন রাষ্ট্রায়ত্ত ব্যাংক ‘গ্রাম সম্পর্ক অভিযান’ পরিষেবা চালু করল? উঃ – পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক
৯. ‘ইন্ডিয়ান পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক’ নতুন ম্যানেজিং ডিরেক্টর এবং সি ই ও পদে নিযুক্ত হলেন কে? উঃ – জে. ভেংকটরামু
১০. সম্প্রতি প্রয়াত রাম ভিলাস পাশওয়ান কোন রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত ছিলেন? উঃ – লোক জনশক্তি পার্টি
১১. সম্প্রতি কে ফিনল্যান্ডের একদিনের জন্য প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছিলেন? উঃ – আভা মুর্তো
১২. সম্প্রতি প্রকাশিত রিপোর্ট অনুসারে কোন রাজ্য দুর্ঘটনার তালিকায় শীর্ষস্থানে রয়েছে? উঃ – তামিলনাড়ু
১৩. কোন আমেরিকান লেখিকা ২০২০ সালে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন?   উঃ – লুইস গ্লাক
১৪. রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার ডেপুটি গভর্নর হিসেবে সম্প্রতি কে নিযুক্ত হলেন? উঃ – এম. রাজশেখর রাও
১৫.দুর্ভিক্ষের বিরুদ্ধে লড়াইয়ের জন্য দুই হাজার কুড়ি সালে নোবেল শান্তি পুরস্কার পেল কোন সংস্থা? উঃ – ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম  
১৬. বিশ্বব্যাংকের রিপোর্ট অনুসারে ২০২১ অর্থবর্ষে ভারতের আনুমানিক জি ডি পি এর হার কত হবে? উঃ – ৯.৬%
১৭. গান্ধীজীর ১৫১ তম জন্মবার্ষিকী উপলক্ষে কোন দেশ “ফলো দি মহাত্মা” নামে ক্যাম্পেইন চালু করল? উঃ – নেদারল্যান্ড
১৮.  সম্প্রতি “কিষান রথ” নামে মোবাইল অ্যাপ চালু করল কোন রাজ্য সরকার?  উঃ – আসাম
১৯. সম্প্রতি আর্থনীতি বিঞ্জানে কারা নোবেল পুরস্কার পেয়েছেন? উঃ – পল আর মিলগ্রোম এবং রবার্ট বি উইলসন
২০. সম্প্রতি কোন বিখ্যাত ব্যক্তির ১০০ তম জন্মদিনে প্রধানমন্ত্রি নরেন্দ্র মোদি নতুন ১০০ টাকার কয়েন চালু করেন ? উঃ – বিজয় রাজা সিন্দে
২১. জর্ডনের নতুন প্রধানমন্ত্রি কে হলেন ? উঃ – বিসের-আল-খাসওইয়েনেহ
২২. অ্যাসোসিয়েশান অফ মিউচুয়াল ফান্ডস ইন ইন্ডিয়া এর চেয়ারম্যান কে নিযুক্ত হলেন ? উঃ – নিলেস সাহ
২৩. সম্প্রতি প্রায়াত বিজয় রেড্ডি কোন ক্ষেত্রের সাথে যুক্ত ছিলেন? উঃ – ডিরেক্টর
২৪. ‘কিষান রথ’ নামক মোবাইল অ্যাপ চালো করলো কোন রাজ্য সরকার? উঃ – আসাম
২৫. কোন রাজ্য সরকার বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য কোডিং শেখানোর জন্য হিন্দুস্থান টাইমসের সাথে চুক্তি শ্বাক্ষর করেছে? উঃ – দিল্লি
২৬. উপভোক্তা, খাদ্য ও সরবরাহ বিষয়ক মন্ত্রকের অতিরিক্ত দায়িত্ব কোন মন্ত্রি কে দেওয়া হল? উঃ – পীযূষ গোয়েল
২৭. কোন রাজ্য সরকার “জগনন্না বিদ্যা কনুকা স্কিম” চালু করলো ? উঃ – অন্ধ্রপ্রদেশ
২৮. সম্প্রতি ডি আর ডি ও তাদের “নিউ জেনারেশান অ্যান্টি রেডিয়েশান মিশাইল – র‍্যানডম ১” এর সফল পরীক্ষা সম্পন্ন করল ? উঃ – উড়িশ্যা এর বালাসোর
২৯. ‘রুস্তম-২’ নামক ড্রোনের সফল পরীক্ষা সম্পন্ন করল কোন সংস্থা? উঃ – ডি আর ডি ও
৩০. “ফ্রেঞ্চ ওপেন ২০২০ মেন’স ডবল” এর খেতাব জয়লাভ করলেন কারা ? উঃ – কেভিন ক্রাভিটেজ এবং অ্যান্ড্রেস মাইস
৩১. “ফ্রেঞ্চ ওপেন ২০২০ ওমেন’স সিঙ্গেল” এর খেতাব জয়লাভ করলেন কে ? উঃ – ইগা সোয়েটেক
৩২. কোন রাজ্য সরকার “মুখমন্ত্রি সৌর স্বরোজগার যোজনা” নামক পরিকল্পনা টি চালু করল? উঃ – উত্তরাখণ্ড
৩৩. ভারতের জাতীয় মানবাধিকার কমিশন এর নতুন মহাসচিব হিসেবে কে নিযুক্ত হলেন? উঃ – বিম্বাধর প্রধান
৩৪. সম্প্রতি ই-কমার্স কোম্পানি ‘মিন্ত্রা’ এর ব্রান্ড অ্যামব্যাসাডর হিসেবে নিযুক্ত হলেন কোন বিখ্যাত ইউটিউব ক্রিয়েটর ? উঃ – ভুবন বাম
৩৫. “ফ্রেঞ্চ ওপেন ২০২০ মেন’স সিঙ্গেলস” এর খেতাব কে জয়লাভ করেন ? উঃ – রাফায়েল নাদাল
৩৬. “স্বনির্ভর নারি: আত্মনির্ভর অসম” নামক পকল্প চালু করল কোন রাজ্য ? উঃ – আসাম
৩৭. কোন রাজ্য / কেন্দ্রশাশিত অঞ্চল বৃক্ষ রোপন পলিসি চালু করল? উঃ – দিল্লী
৩৮. আইফেল গ্র্যান্ড প্রিক্স ২০২০ এ প্রথম স্থান অধিকার করেছেন কে? উঃ – লুইস হ্যামিল্টন
৩৯. সম্প্রতি গড়ে ওঠা ভারতের প্রথম ব্যাডমিন্টন ব্র্যান্ডটির নাম কি ? উঃ- ট্রাস্নফর্ম
৪০. সম্প্রতি প্রকাশিত অক্সফামের বৈষম্য হ্রাস সূচি ২০২০ অনুসারে কোন দেশ সয়াব্র প্রথমে আছে? উঃ- নরওয়ে
 ৪১. সম্প্রতি কোন শহরে স্মার্ট সাইকেল স্ট্যান্ড চালু করা হয়েছে? উঃ- কলকাতা এর নিউটাউন এ
 ৪২. কিরগিজস্তান এর নতুন প্রধানমন্ত্রি কে হলেন? উঃ- সাদির ঝাপারভ
 ৪৩. ‘সুজল মিশন’ চালু করলেন কোন রাজ্যের মুখ্যমন্ত্রী? উঃ- উড়িষ্যা
 ৪৪. হিউম্যান এটিএম চালু করলো কোন ব্যাংক? উঃ- ফিনো পেমেন্টস ব্যাংক
 ৪৫. সম্প্রতি প্রকাশিত “দি খালিস্তান কন্সপিরেসি” বইটির লেখক কে? উঃ- জি.বি.এস. সিধু
 ৪৬. ভ্রাম্যমান জল পরীক্ষার পরীক্ষাগার ভ্যান এর উদবোধন করলো কোন রাজ্য সরকার? উঃ- হরিয়ানা
 ৪৭. সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে ভর্তী সম্পন্ন করল দেশের কোন বিশ্ব্যবিদ্যালয়? উঃ-  দিল্লী
 ৪৮. কোন দল জাতীয় বাস্কেটবল অ্যাসোশিয়েসান চ্যাম্পিয়নশিপ ২০২০ এর খেতাব জিতল? উঃ- লস এঞ্জেলেস ল্যাকার্স
 ৪৯. ভারতের কোন আই আই টি কলেজ সমুদ্রের জল থেকে হাইড্রোজেন জ্বালানী প্রস্তুত করার জন্য অ্যান্টিমাইক্রোবিয়াল ফুড মোড়ানোর উপাদান আবিস্কার করল?  উঃ- আই আই টি মাদ্রাজ
 ৫০. সম্প্রতি কোন রাজ্য ব্যাটারি চালিত গাড়িতে ট্যাক্স ছাড়ের ঘোষণা করেছে? উঃ- দিল্লী
 ৫১. সম্প্রতি অ্যাক্সিস ব্যাঙ্ক কোন সংস্থার সহযোগিতায় এস ক্রেডিট কার্ড চালু করল? উঃ- গুগোল
 ৫২.১৫ অক্টোবর স্যার এ.পি.জে. আবদুল কালাম এর কত তম জন্মবার্ষিকী পালন করা হল? উঃ- ৮৯ তম
 ৫৩. ইউ ই এফ এ মেন’স প্লেয়ার অব দি ইয়ার ২০১৯-২০২০ এর খেতাব কে জয়লাভ করেন? উঃ- রবার্ট লেয়ান্ডোভস্কি
 ৫৪. কোন দেশ ধর্ষণকারীদের মৃত্যুদন্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে? উঃ-  বাংলাদেশ

 

 

 

আরও পড়ুন 

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।