আজকের পাঠ এ বিগত প্রাইমারি টেট ২০১৫ সাল এর গণিত বিষয়ের আগত প্রশ্ন-উত্তর গুলি নিয়ে আলোচনা করা হলো। এই বিভাগ থেকে মোট ৩০ নম্বরের ৩০ টি মাল্টিপল চয়েস প্রশ্ন আসবে এবং প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য ৪ টি করে বিকল্প থাকবে। এর মধ্যে থেকে পরীক্ষার্থীদের সঠিকটি নির্বাচন করতে হবে। আগত প্রাইমারি টেটের পরীক্ষার্থীদের সুবিধার্থে আমরা আজ বিগত ২০১৫ সালের গণিত বিষয়ের সমস্ত প্রশ্ন ও উত্তর পিডিএফ আকারে তুলে ধরলাম।
প্রাইমারি টেট ২০১৫ সাল / বিষয়- গণিত |
|
বিগত প্রাইমারি টেট ২০১৫ সাল এ কি ধরনের প্রশ্ন এসেছে তার ধারণা পেতে অবশ্যই এই বিভাগটি অনুসরণ করুন। প্রার্থীরা অবশ্যই নিচে দেওয়া লিংক থেকে বিনামূল্যে পিডিএফ ফাইল ডাউনলোড করে নেবেন। | |
কয়েকটি প্রশ্নের উদাহরণ |
|
প্রশ্ন |
উত্তর |
১) একটি চিড়িয়াখানায় বাঁদরদের খাওয়ানোর জন্য ৫৯৯ কলা আছে। একটি বাঁদরের কমপক্ষে এক ডজন কলা প্রয়োজন। সবচেয়ে বেশি সংখ্যক কতগুলি বন্দর কেউই কলা গুলি ভাগ করে দেওয়া যাবে ?
ক) ৫৯৯ খ) ১২ গ) ৪৯ ঘ) ৫০ |
গ) ৪৯ |
২) ৩ জন পূর্ণ বয়স্ক ব্যক্তি ও ৫ জন বালক কোন একটি কাজের ১৯ / ২০ অংশ ৩ দিনে সম্পন্ন করে ; ৪ জন পূর্ণ বয়স্ক ব্যক্তি ও ৮ জন বালক ওই কাজের ১৪ / ১৫ হংস অংশ ২ দিনে সম্পন্ন করে; একজন বালক কত সময় সময়ে ওই কাজ সম্পন্ন করবে ?
ক) ২০ দিনে খ) ৩০ দিনে গ) ৩৫ দিনে ঘ) ৪০ দিনে |
খ) ৩০ দিনে |
৩) ৩৬১, ৫২১ এবং ৮১১ এর লসাগু হল –
ক) ৭ খ) ১ গ) ১৯ ঘ) ১৭ |
খ) ১ |
৪) ছয়টি অংক দ্বারা প্রকাশিত কোন বৃহত্তম সংখ্যা এবং কোন ক্ষুদ্রতম সংখ্যা ২৭, ৪৫, ৬০, ৭২, ও ৯৬ দ্বারা বিভাজ্য ?
ক) ৯৯৭৯২০ , ২০৩৬৮০ খ) ৯৯৮৯২০ , ২০৩৬৮০ গ) ৯৯৭৯২০ , ১০৩৬৮০ ঘ) ৯৯৮৭২০ , ১০৩৬৮০ |
গ) ৯৯৭৯২০ , ১০৩৬৮০ |
৫) সংখ্যাগুলি তে ফাঁকা জায়গায় কোন কোন অংক বসালে সংখ্যাগুলি ৯ দ্বারা বিভাজ্য হবে ? সংখ্যা গুলি হল –
৩০*৪ , ৫৭৩*১ , *৬৭০৮ , ৮৩৬*৫৭ ক) ৯, ২, ৬, ৭ খ) ২, ২, ৬, ৭ গ) ২, ৯, ৬, ৭ ঘ) ২, ২, ৬, ৯ |
খ) ২, ২, ৬, ৭ |
সমস্ত প্রশ্ন এবং উত্তর নিচে দেওয়া পিডিএফ লিংক থেকে ডাউনলোড করে নিন
|
|
|
ডাউনলোড পিডিএফ ফাইল |
আরও পড়ুন |
|
এখানে ক্লিক করুন | |
এখানে ক্লিক করুন | |
এখানে ক্লিক করুন | |
এখানে ক্লিক করুন | |
এখানে ক্লিক করুন | |
এখানে ক্লিক করুন | |
এখানে ক্লিক করুন | |
এখানে ক্লিক করুন | |
এখানে ক্লিক করুন | |
এখানে ক্লিক করুন | |
এখানে ক্লিক করুন |