সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি-মার্চ

সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি-মার্চ

মাস – মার্চ, সপ্তাহ – প্রথম, (০১-০৩-২০২১ থেকে – ০৭-০৩-২০২১)

চাকরি বাজারের সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি বিভাগে সকলকে স্বাগত জানাই । এই বিভাগে আমরা কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার উপযোগী সাম্প্রতিক ঘটনাবলী তুলে ধরি । এই প্রশ্নগুলি রেল, ব্যাংক, এস এস সি, পি এস সি, ইউপিএসসি, স্কুল সার্ভিস কমিশন, বনদপ্তর, আর্মি, নেভি, এয়ার ফোর্স, পুলিশ, ডব্লিউবিসিএস, মিসলেনিয়াস, ক্লার্কশিপ প্রভৃতি পরীক্ষার জন্য উপযোগী তাই আপনার সাধারণ জ্ঞানের ভান্ডার কে বৃদ্ধি করার জন্য অবশ্যই এই বিভাগটি কে ফলো করুন । সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি-মার্চ

১. সম্প্রতি ওলা ক্যাব ভারতের কোন রাজ্যে বিশ্বেরও বৃহত্তম মোটর সাইকেল ফ্যাক্টরি তৈরি করতে চলছে? উঃ – তামিলনাড়ু
২. কোন রাজ্যের মুখ্যমন্ত্রি “ঘর ঘর রেশান যোজনা” চালু করেছেন?  উঃ – দিল্লী
৩. আই সি সি টেস্ট র‍্যাংকিং এ কোন দল শীর্ষে রয়েছে? উঃ – নিউ-জিল্যান্ড
৪. সম্প্রতি কোন কেন্দ্রশাষিত অঞ্চলে রাষ্ট্রপতি শাষন জারি করা হল? উঃ – পণ্ডিচেরি
৫. কোন রাজ্য সরকার “ই-ট্রান্সপোর্ট” ব্যবস্থা চালু করেছে? উঃ – হিমাচল প্রদেশ
৬. গ্লোবাল সফট পাওয়ার ইনডেক্স এ কোন দেশ শীর্ষে আছে?  উঃ – জার্মানি
৭. কোন পেমেন্টস ব্যাংককে সম্প্রতি আরবিআই কর্তৃক তফসিলযুক্ত বাণিজ্যিক ব্যাংক হিসাবে মনোনীত করা হয়েছে? উঃ – ফিনো পেমেন্টস ব্যাংক
৮. কোন দেশ ভারতের পি এস এল ভি – সি ৫১  রপকেট ব্যবহার করে অ্যামাজন জঙ্গল এর রক্ষার জন্য অ্যামাজনিয়া-১ নামক স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে?  উঃ –  ব্রাজিল
৯. ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফের নতুন নিয়োগপ্রাপ্ত ভাইস চিফের নাম কি?  উঃ – অতুল কুমার জৈন
১০. সম্প্রতি প্রকাশিত “অ্যাডভান্টেজ ইন্ডিয়া: দ্য স্টোরি অফ ইন্ডিয়ান টেনিস” বইটির লেখক কে? উঃ – অনিন্দ্য দত্ত
 

১১. সেন্ট্রাল ব্যাংক অব ইন্ডিয়া এর এম ডি ও সি ই ও কে হলেন?  উঃ – মাতাম ভেংকট রাও
১২. সম্প্রতি কোন রাজ্য সরকার হুক্কা বার নিষিদ্ধ করার কথা ঘোষণা করেছে? উঃ – ঝাড়খন্ড
১৩. কোন দেশ ১০০ টি আন্তর্জাতিক টি-২০ ক্রিকেট ম্যাচ জিতল?  উঃ – পাকিস্তান
১৪. কোন দেশ জি-২০ সামিট ২০২১ অনুষ্ঠিত করতে চলেছে? উঃ – ইতালি
১৫. গ্লোবাল বায়ো ইন্ডিয়া – ২০২১ এর দ্বিতীয় সংস্করণ চালু করেছেন?  উঃ – ডক্টর হর্স বর্ধন
১৬. সম্প্রতি কেরালা রাজ্যের মুখ্য সচিব কে হলেন?  উঃ – ভি পি জয় 
১৭. ভারতীয় বিমানবাহিনী (আইএএফ) প্রথমবারের মতো বহু-জাতীয় অনুশীলন ডেসার্ট ফ্লাগ-৬ এ অংশ নিচ্ছে। মহড়াটি কোন দেশে সংগঠিত হয়? উঃ – সংযুক্ত আরব আমিরসাহী 
১৮. ভারতীয় নৌ-বাহিনির কোন জাহাজকে ২০২১ সালের মার্চ মাসে খরা-আক্রান্ত মাদাগাস্কারকে মানবিক সহায়তার জন্য প্রেরণ করা হয়েছিল? উঃ – আইএনএস জলাশওয়া
১৯. রাজ্যসভা এবং লোকসভা টেলিভিশন চ্যানেলগুলিকে একত্রিত করে সংসদ টেলিভিশন নামে একটি একক চ্যানেল তৈরি করা হয়েছে। এই সংসদ টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কে নিযুক্ত হয়েছেন? উঃ – রবি কাপুর
২০. ২০২১ বিশ্ব শ্রবণ দিবসের মূল প্রতিপাদ্য কী? উঃ – হেয়ারিং কেয়ার ফর অল
২১. বিশ্ব বন্যজীবন দিবস ২০২১ এর থিম কী?  উঃ – ফরেস্ট এন্ড লাইফলিহুডসঃ সাসটেইনিং পিপুল এন্ড প্লানেট
২২. সেন্ট্রাল রিসার্ব পুলিশ ফোর্স(সি আর পি এফ) এর অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল পদে কে নিযুক্ত হলেন?
উঃ – কুলদীপ সিং
২৩. অস্ট্রেলিয়াতে ভারতের হাই-কমিশনার কে নির্বাচিত হলেন?  উঃ – মনপ্রিত ভোরা 
২৪. সম্প্রতি প্রকাশিত “বিকস ইন্ডিয়া কামস ফার্স্ট” বইটির লেখক কে?
উঃ – রাম মহাদেব
২৫. ২০২১ সালে শীর্ষস্থানীয় কোটিপতি হিসাবে কে স্থান পেয়েছে? উঃ – এলন মাস্ক
 

 

২৬. সম্প্রতি ভারতের হয়ে ব্যাডমিন্টনে কে স্বর্ণ পদক পেলেন?  উঃ – বরুন কাপুর 
২৭. জাতীয় সুরক্ষা দিবস (এনএসডি) কোন দিন পালন করা হয়? উঃ – ৪ মার্চ
২৮. উগান্ডা আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট২০২১-এ মহিলাদের একক শিরোনামে প্রথম স্থান অধিকারী মহিলা ব্যাডমিন্টন খেলোয়াড়ের নাম কি?
উঃ – মালভিকা বনসোদ
২৯. জাতীয় সুরক্ষা দিবস ২০২১- এর থিম কী?
উঃ – সড়ক নিরাপত্তা
৩০. কিউএস এর ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং এ ২০২১ সালে কোন বিশ্ববিদ্যালয় শীর্ষে রয়েছে? উঃ – মাস্যাচুসেট্স ইন্সটিটিউট অফ টেকনোলজি
৩১. উদয়পুর বিজ্ঞান কেন্দ্র ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় কোন রাজ্যে ন্যাশনাল কাউন্সিল অব সায়েন্স যাদুঘর (এনসিএসএম) কর্তৃক নির্মিত একটি নতুন কেন্দ্র?
উঃ – ত্রিপুরা
৩২. বিশ্বব্যাংক এমএসএমইগুলির জন্য ভারতে সোলার প্রোগ্রামকেউৎসাহ দেওয়ার জন্য একটি ঋণ গ্যারান্টি স্কিম চালু করার পরিকল্পনা করেছে। এই প্রকল্পের মূল্য কত হবে?
উঃ – ১০০ মিলিয়ন
৩৩. মিলিয়ন প্লাস জনসংখ্যার বিভাগে কোন পৌরসভা পৌরসভার পারফরম্যান্স সূচকে (এমপিআই) ২০২০ সালে শীর্ষে রয়েছে? উঃ – ইন্দোর
৩৪. মিলিয়ন প্লাস বিভাগে ইজ অফ লিভিং সূচক ২০২০ সালে কোন শহর শীর্ষ শহর হিসাবে আবির্ভূত হয়েছে? উঃ – ব্যাঙ্গালোর
৩৫. ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশনের (এ আই বি এ) চ্যাম্পিয়নস এবং ভেটেরান্স কমিটির চেয়ারপারসন পদে কে নিযুক্ত হয়েছেন? উঃ – ১০০ মিলিয়ন মেরি কম 
৩৬. জাতীয় সুরক্ষা দিবস ২০২১- এর থিম কী? বিশ্বের কোন দেশ প্রথম প্লাটিপাস অভয়ারণ্য তৈরি করতে চলেছে?   উঃ – অস্ট্রেলিয়া 
 

 

৩৭. ন্যশনাল জুডিশিয়াল অ্যাকাডেমি এর ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন?  উঃ – এ পি সাহি
৩৮. জাতীয় সুরক্ষা দিবস ২০২১- এর থিম কী? ভারতের কোন রাজ্য এয়ার কার্গো পরিষেবা চালু করল?  উঃ – নাগাল্যান্ড 
৩৯. প্রথম ভারতীয় ক্রিকেটার হিসেবে কে ১০০ মিলিয়ন ইন্সটাগ্রাম ফলোয়ার লাভ করলেন?  উঃ – বিরাট কোহলি 
৪০. টি-২০ আন্তর্জাতিক ক্রিকেট এ দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে এক ওভার এ ছয়টি ছয় মেরে নতুনু রেকর্ড গড়লেন কে? উঃ –  কিরেন পোলার্ড
৪১. আইএসএসএফ বিশ্বকাপ শটগান ২০২১ সালে ভারত দুটি পদক জিতেছে? টুর্নামেন্টটি কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? উঃ – মিশর
৪২. খেলো ইন্ডিয়া শীতকালীন জাতীয় গেমস ২০২১ সালে কোন দল সর্বোচ্চ পদক জিতেছে? উঃ – জম্মু ও কাশ্মীর
৪৩. এনপিসিআই ব্যবসায়ীদের জন্য কোন সংস্থার সহযোগিতায় রুপে সফটপোস চালু করেছে? উঃ – এস বি আই পেমেন্টস 
৪৪. ভারতের কোন রাজ্য চার্টার নামক মোবাইল অ্যাপ চালু করল?  উঃ – দিল্লী
৪৫. ভারতের কোন রাজ্য ভেজাল কারবারীদের জাবজ্জীবন কারাদন্ডের আইন পাশ করল?  উঃ – মধ্যপ্রদেশ
৪৬. ভারতের কোন রাজ্যের শিক্ষার উন্নতির জন্য ওয়ার্ল্ড ব্যাঙ্ক ৬৮ মিলিয়ন মার্কিন ডলার খরচ করতে চলেছে?  উঃ – নাগাল্যান্ড
৪৭. ভারতে আগত অজয় ভূষণ পান্ডে কে প্রতিস্থাপনের জন্য ভারতের রাজস্ব সচিব হিসাবে কাকে নিয়োগ দেওয়া হয়েছে? উঃ – তরুন বাজাজ
৪৮. একজন ভারতীয় বংশোদ্ভূত আর্থিক সেবামূলক প্রবীণ ব্যক্তিকে সম্প্রতি নিউইয়র্ক ভিত্তিক ফেডারেল রিজার্ভ ব্যাংকের প্রথম ভাইস প্রেসিডেন্ট এবং চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসাবে নির্বাচিত হয়েছেন। সেই প্রবীণ ব্যাক্তির নাম কি?   উঃ – নওরীন হাসান
৪৯. ভারতীয় বিজ্ঞান গবেষণা ফেলোশিপ (আইএসআরএফ) ২০২১ সালে কতজন পণ্ডিতকে ভূষিত করা হয়েছে? উঃ – ৪০ জন 
৫০. কোন ভারতীয় সংস্থা ওয়াই আই ই এল ডি নামক অনলাইন টুল চালু করেছে যা অনলাইন বন্ড কেনার ক্ষেত্রে কাজে লাগে?  উঃ – অ্যাক্সিস সিকিউরিটি

 

 

 

সাপ্তাহিক সাম্প্রতিক ঘটনাবলি-মার্চ (প্রথম সপ্তাহ) পিডিএফ -বাংলা 

 

 

সাপ্তাহিক-সাম্প্রতিক-ঘটনাবলি-মার্চ-২০২১-প্রথম-সপ্তাহ

 

 

 

আরও পড়ুন 

 

 

 

 

 

 

বিঃদ্রঃ – চাকরিবাজার কোনও সরকারী প্রতিষ্ঠান নয় বা কোনো প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত নয় । চাকরিবাজারে লেখা তথ্য গুলি বিভিন্ন সর্বভারতীয় পত্রিকা এবং বিভিন্ন চাকরী সংক্রান্ত ওয়েবসাইট থেকে সংগ্রহ করা হয় । বিস্তারিত তথ্য চাকরি প্রদানকারী সংস্থার ওয়েবসাইটে পাওয়া যাবে । আমাদের কাজ হ’ল পরীক্ষার্থীদের তাৎক্ষণিক তথ্য দেওয়া যা কোনও আইনী দলিল গঠন করে না । যদিও চাকরিবাজারে তথ্য সহজেই উপলব্ধ করার জন্য সমস্ত প্রচেষ্টা করা হয়েছে । আমরা যতটা সম্ভব খাঁটি লেখার চেষ্টা করি । কাজগুলি কোনও ব্যক্তির বা কোনও কিছুর ক্ষতির জন্য দায়ী নয়। এখানে ওয়েবসাইটে প্রকাশিত তথ্যের ত্রুটি বা অপ্রতুলতা হতে পারে। আবেদনকারী দের আবেদনের আগে চাকরীপ্রদানকারী সংস্থার ওয়েবসাইট ক্ষতিয়ে দেখে নিতে বলা হচ্ছে।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।